করোনায় আক্রান্ত সচিন তেন্ডুলকর, টুইট করে নিজেই জানালেন তিনি

করোনায় ( corona) আক্রান্ত সচিন তেন্ডুলকর( sachin Tendulkar)। শনিবার টুইট করে নিজেই জানালেন একথা। শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে মাস্টার ব্লাস্টারের। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সচিন।

এদিন টুইট করে সচিন বলেন,” করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সমস্ত রকম নিয়ম মেনে চলেছি। নিয়মিত পরীক্ষা করাচ্ছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।  এই মুহূর্তে আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মতো যাবতীয় নিয়ম মেনে চলছি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও। ”

এরপাশাপাশি সচিন বলেন, “এই সময় আমাকে যারা সাহায্য করছেন, সেই সব স্বাস্থ্যকর্মীদের আমি ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই সেই সব শুভাকাঙ্ক্ষীদের যারা আমার এবং গোটা দেশের পাশে আছেন। সবাই ভাল থাকুন।”

কিছুদিন আগে রোড সেফটি চ‍্যাম্পিয়নশিপে চ‍্যাম্পিয়ন হয় ভারতীয় লেজেন্ডস। সেখানে ব‍্যাট হাতে দুরন্ত খেলেন সচিন তেন্ডুলকর।

আরও পড়ুন:সেমিফাইনালে সাইনা, চ‍্যাম্পিয়ন হওয়া লক্ষ‍্য তাঁর

Advt