Saturday, January 10, 2026

টেপের পাল্টা টেপ: তৎকাল বিজেপি নেতার অডিও প্রকাশের চ্যালেঞ্জ কুণালের

Date:

Share post:

কোনরকম সর্বদলীয় বৈঠক ছাড়াই এবারের নির্বাচনে বুথকর্মী বসানোর নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন(election commission)। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী বুথকর্মী হতে গেলে সেই বুথের বাসিন্দা হওয়াটা আর বাধ্যতামূলক নয়। কোনরকম আলোচনা ছাড়া এই নিয়ম বদলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে উঠলেন ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee) ও কুণাল ঘোষ(Kunal Ghosh)। সরাসরি অভিযোগ তোলা হলো শুধুমাত্র বিজেপি সুবিধা করে দিতেই এই নিয়ম লাগু করা হয়েছে। পাশাপাশি কাদের আলোচনার ভিত্তিতে কমিশনের তরফে এই নিয়ম লাগু করা হয়েছে তার অডিও ক্লিপ প্রকাশ করা হবে বলেও এদিন জানিয়ে দেন কুণাল ঘোষ।

বিজেপির আবেদনের ভিত্তিতে বুথকর্মী নিয়মে বদলের বিরোধিতা করে এদিন সাংবাদিক বৈঠক করা হয় তৃণমূলের তরফে। সেখানেই কুনাল ঘোষ বলেন, ‘কারা আলোচনা করেছিলেন? কেন্দ্রীয় সরকারকে বলে প্রভাব খাটিয়ে তারপরে ইলেকশন কমিশনকে দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিতে? আপনারা একটু অপেক্ষা করুন পরের টেপটা না হয় আমাদের তরফ থেকে প্রকাশ করা হবে।’ এরপরই তিনি বলেন, ‘এই আলোচনাটা করেছিলেন মুকুল রায় ও শিশির বাজোরিয়া।’ শীঘ্রই সেই অডিও টেপ আপনারা পেয়ে যাবেন বলে জানান কুনাল ঘোষ। পাশাপাশি, বুথকর্মীর নিয়ম বদল প্রসঙ্গে কমিশনকে তোপ দাগার পাশাপাশি কুনাল ঘোষ বলেন, শুধুমাত্র বিজেপির দেউলিয়া রাজনীতির কারণেই এই নিয়ম আনা হয়েছে। ওদের বুথে বসানোর লোক নেই। তাই বুথ কর্মীর নিয়ম বদলে বাইরে থেকে লোক এনে এইসব করছে। একইসঙ্গে কমিশন যদি এই নয়া নিয়ম বদল না করে এ ক্ষেত্রে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন সুব্রত মুখোপাধ্যায়।

Advt

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...