Monday, May 5, 2025

গরমে নাকাল! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা

Date:

Share post:

চৈত্র মাসেই গ্রীষ্মের ব্যাটিং অব্যাহত। দিনের পর দিন ছক্কা হাঁকাচ্ছে ভ্যাপসা, গুমোট গরম। তার উপর মাস্ক পরার বিধি নিষেধ থাকায়, গরমে রীতিমত নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে শুক্রবার দেশবাসীকে স্বস্তির বার্তা শোনাল মৌসম বিভাগ। এদিন দফতর আধিকারিক জানান, দেশের একাধিক রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে আরও জানানো হয় যে আগামী ২-৩ দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, ওড়িশা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামানের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণ অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ৷

দেশের সঙ্গে সঙ্গে রাজ্যবাসীও গরমে হাসফাঁস করছে। সকাল হতেই সূর্যের দাবদাহ সঙ্গে আর্দ্রতার জন্য নাকাল সাধারণ মানুষ। তবে এরাজ্যে এখনও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম বিভাগ। বিভাগীয় পক্ষ থেকে জানানো হয়েছে ২ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ আন্দামানে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবিদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

তারা জানিয়েছে, আগামী ২-৩ দিন উত্তর ও পশ্চিম ভারতে লু বইবে না। ফলে খানিকটা হলেও বাড়তে থাকা তাপমাত্রা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন মানুষ৷ আইএমডিএ-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও পূর্ব ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে ৷ অন্যদিকে দক্ষিণ ভারতের বেশিরভাগ এলাকায়, পূর্ব ভারতের বেশিরভাগ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।

spot_img

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...