Friday, November 7, 2025

এবার করোনায় আক্রান্ত দুই তারকা ভিকি কৌশল এবং ভূমি পেডনেকর

Date:

Share post:

বলিউডে ফের থাবা বসিয়েছে করোনা(COVID 19)। সম্প্রতি অক্ষয় কুমার, গোবিন্দা সহ আক্রান্ত হয়েছেন একাধিক বলি তারকা। সেই তালিকায় এবার নাম তুললেন’ উড়ি’ সিনেমার তারকা ভিকি কৌশল এবং ‘বালা’ সিনেমার নায়িকা ভূমি পেডনেকর। তাঁরা দুজনেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। এবং নিজেদের গৃহবন্দি রেখেছেন। সোমবার তাঁদের কোভিডের খবর মিলেছে। মার্চ থেকে দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। দৈনিক সংক্রমণ দিনে দিনে নতুন রেকর্ড তৈরি করছে। যার মধ্যে মুম্বই-এর অবস্থা সবচেয়ে সংকট জনক। শুরুর থেকেই দেখা গেছে মহারাষ্ট্র, করোনা লিস্টে প্রথম স্থানে রয়েছে। লকডাইন সম্পূর্ণ ভাবে উঠলেও পরিস্থিতি খারাপের দিকেযাওয়ার ফলে আংশিক লকডাউন এবং নাইট কার্ফু করা হয়েছে বানিজ্য নগরিতে।

বলিপাড়ায় ফের উদ্বেগের ছায়া। সোমবার ভিকি কৌশলের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর পরেই সঞ্জু সিনেমার মুখ্য চরিত্রের অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে তাঁর করোনার খবর জানান। এই প্রসঙ্গে ভিকি বলেন, আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং করোনার সকল নিয়ম মেনেই চলছি। পাশাপাশি তিনি তাঁর সহকর্মী এবং নিকটজনেদের বলেন, আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁরা যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। সোশ্যাল মিডিয়াতে ভূমিও জানিয়েছেন তাঁর করোনার কথা। ভূমি বলেন তিনিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। রয়েছেন আইসোলেশনে। কয়েকদিন ধরে ভূমি এবং ভিকির হালকা উপসর্গ ছিল। তাই তাঁরা টেস্ট করান। তাঁর পরেই করোনা হয়েছে বলে জানতে পারেন।

একদিকে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেড়িয়েছে ১ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ তিন হাজার ৫৫৬ জন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। এছাড়াও সব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার কমেছে খানিকটা।

Advt

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...