Saturday, August 23, 2025

মঙ্গলে তৃতীয় দফায় ৩ জেলায় ভোটগ্রহণ, প্রার্থী তালিকায় প্রবীণ ও নবীন

Date:

Share post:

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফা মোটামুটি নির্বিঘ্নে কেটেছে। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন। এ পর্বে তিন জেলার ৩১ আসনে ভোটগ্রহণ। দক্ষিণ ২৪ পরগনার ১৬টি, হাওড়ার ৭টি ও হুগলির ৮টি আসনে নির্বাচন।

প্রথম দু’দফার মত এই দফাতেও রয়েছেন তারকা প্রার্থীরা। তৃতীয় দফায় বিজেপি-র (Bjp) হয়ে পাপিয়া অধিকারী (Papiya Adhikari), তনুশ্রী চক্রবর্তীর (Tanushree Chakraborty) মতো তারকা প্রার্থীরা রয়েছেন। এই দফায় রাজনীতিতে নবীন পাপিয়া, তনুশ্রীদের পাশাপাশি রয়েছেন বর্ষীয়ান কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly), বিমান বন্দ্যোপাধ্যায়রাও (Biman Benarjee)।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিমে জয়ের ধারা বজায় রাখতে লড়ছেন বিধানসভার বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী দেবোপম চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:আসল খেলা তো হবে কলকাতায়’‌, তৃতীয় দফার আগে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ফের সিপিআইএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। কিন্তু গত দুই বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায়ের (Debashree Roy) কাছে হেরেছিলেন এই প্রবীণ বামনেতা। কিন্তু এ বার দেবশ্রী টিকিট পাননি। তাঁর বদলে তৃণমূলের প্রার্থী অলোক জলদাতাকে। বিধায়ক না থাকলেও আমফানের সময় একেবারে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন কান্তি। এবার রায়দিঘি কেন্দ্রে ফিরে পেতে মরিয়া বর্ষীয়ান বামনেতা।

তারকেশ্বরে গত দুটো বিধানসভার নির্বাচনে কেন্দ্রে জিতেছিলেন তৃণমূল (Tmc) প্রার্থী রচপাল সিং। এবার প্রার্থী রমেন্দু সিংহরায়। বিপক্ষে বিজেপি প্রার্থী করেছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে (Swapan Dashgupta)। রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন তিনি।

উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী নির্মল মাজি (Nirmal Maji)। জেতার বিষয়ে আত্মবিশ্বাসী নির্মল।

আত্মবিশ্বাসী হাওড়ার আমতার কংগ্রেস প্রার্থী অসিত মিত্রের (Asit Mitra) গলাতেও। কংগ্রেসের খারাপ অবস্থার মধ্যেও ২০১১ এবং ২০১৬-এ আমতা থেকে জিতে বিধায়ক হয়েছেন অসিত। এ বার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য তাঁর।

উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে পাপিয়াকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পুলক রায়। ২০১৬-তে উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি খুবই কম ভোট পেয়েছিল। ২০১৯-এর লোকসভায় ভোট খানিকটা বেড়ে যাওয়ায় আশায় অভিনেত্রী।

দফায় নজরে থাকবেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan)। দলবদলের প্রভাব পড়েছে তাঁর সাংসারিক জীবনেও। তবুও মাটি কামড়ে লড়াই করছেন সুজাতা।আরামবাগ তৃণমূলের জেতা আসন। গত বিধানসভায় জিতেছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। তবে, ২০১৯ লোকসভায় আরামবাগ থেকে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার খুবই কম ব্যবধানে জেতেন।

সুষ্ঠুভাবে নির্বাচন করতে সচেষ্ট কমিশন। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই থাকছে ৩০৭ কোম্পানি। এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি। হাওড়াতে ১৪৪ কোম্পানি বাহিনী থাকছে। ১৩২ কোম্পানি থাকছে হাওড়া গ্রামীণে ও হাওড়া কমিশনারেটে থাকছে ১১ কোম্পানি।
হুগলি গ্রামীণে থাকছে ১৬৭ কোম্পানি বাহিনী।

প্রথম দু’দফায় কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ করে তৃণমূল তার প্রেক্ষিতে তৃতীয় দফা থেকে কমিশন নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী পরিচয়পত্র দেখতে চাইতে পারবে না।

Advt

 

spot_img

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...