আসল খেলা তো হবে কলকাতায়’‌, তৃতীয় দফার আগে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

শুধু তৃণমূল নয়, ‘খেলা হবে’ নিয়ে ক্রমশই স্বচ্ছন্দ হয়ে উঠছেন বিজেপির রাজ্য সভাপতিও৷  রজ্যে তৃতীয় দফার ভোট মঙ্গলবার। ২৪ ঘন্টা আগে, রবিবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, “খেলা শেষ হয়ে গিয়েছে।’‌

আর সোমবার বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেছেন, “তৃতীয় দফার ভোটের পর আর কেউ মাঠে নামার কেউ সাহস পাবেন না। আসল খেলা হবে কলকাতায়।”

 

তৃতীয় দফার ভোটের আগে দিলীপবাবুর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এদিন দিলীপ ঘোষ বলেন, “আমরা যেমন চেয়েছিলাম তেমনই খেলা হয়েছে। আমরা খেলেছি প্রথম দু’‌দফায়৷ বাকিরা মাঠের বাইরে চলে গিয়েছে। তৃতীয় দফার পর থেকে আর মাঠে নামার সাহস পাবে না। কলকাতায় এবার কেমন ভোট হয় দেখবেন। আসল খেলা এবার কলকাতায় হবে।”

এর পরেই প্রশ্ন উঠেছে, বিজেপি কী কলকাতার জন্য আলাদা কোনও কৌশল সাজাচ্ছে ? কলকাতায় ভোটের দিন কী হিংসার আবহ তৈরি করবে বিজেপি ? না’কি সবটাই বিজেপির ফাঁকা আওয়াজ ? উঠছে এমন নানা প্রশ্ন।

Advt

Previous articleবিজেপি শাসিত অসমের এক বুথে ব্যাপক গরমিল, সাসপেন্ড ৫ পোলিং অফিসার
Next articleমঙ্গলে তৃতীয় দফায় ৩ জেলায় ভোটগ্রহণ, প্রার্থী তালিকায় প্রবীণ ও নবীন