Sunday, August 24, 2025

তুমুল উত্তেজনার মধ্যেও লড়াকু সুজাতা, প্রাণনাশের চেষ্টার অভিযোগ কমিশনে

Date:

Share post:

তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ। তার মধ্যেই প্রতিবাদী তিনি। আরামবাগের তৃণমূল (Tmc) প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ (Sujata Madal Khan)। তৃতীয় দফার নির্বাচনে তাঁকে ঘিরেই তুমুল বিক্ষোভ আরান্ডিতে। মঙ্গলবার, এই কেন্দ্রে আরান্ডির মহল্লাপাড়া এলাকায় একটি বুথ থেকে অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সুজাতার অভিযোগ, তৃণমূল ভোটারদের ভয় দেখায় বিজেপি। বুথ দখলের চেষ্টা চালায়। তিনি যাওয়ার পরে তাঁর সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকরা ভোট দিতে বেরিয়ে পড়েন।

অভিযোগ, সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। প্রতিবাদ জানাতে রাস্তায় বসে পড়েন সুজাতা। তাঁর অভিযোগ, গ্রামবাসীরা তাঁকে জানান বুথ দখল করতে চাইছিল বিজেপি (Bjp)। মহিলাদের ধর্ষণ করার, খুন করার হুমকি দেয়। এরপরেই তাঁর দিকে বাঁশ, ইট নিয়ে তাড়া করা হয়। বাঁশ হাতে বেশ কয়েকজন তাড়া করায় চাষের জমিতে নেমে যেতে বাধ্য হন সুজাতা। মারধর করা হয় তাঁকে। কিন্তু তাতেও ভয় পাননি সুজাতা। উলটে আক্রমণকারীরদের মুখোমুখি দাঁড়িয়ে তাঁদের জবাব দেন এই লড়াকু নেত্রী।

তাঁর মাথায়, কোমরে আঘাত করা হয়েছে। সুজাতা অভিযোগ করেন, তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি। ২৬৩ ও ২৬৩এ বুথে ভোট বয়কটের দাবি জানান সুজাতা। ঘটনার প্রেক্ষিতে কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুজাতা। তিনি কমিশনকে জানিয়েছেন, বিপুল সংখ্যায় বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। কমিশন যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়।

আরও পড়ুন:দলের কর্মকাণ্ডের সাক্ষী দেশের মানুষ: বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবসে নরেন্দ্র মোদি

গত লোকসভা নির্বাচনে বোলপুরে তাঁর স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর (Soumitra Khan) হয়ে নির্বাচন করান সুজাতা। কীভাবে, বিরোধিতার সামনে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, সেই অভিজ্ঞতা তাঁর আছে। তখন শিবির আলাদা ছিল। কিন্তু এবার নিজের কেন্দ্রে সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগিয়েছেন বলে মতে অনেকের।

Advt

 

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...