Monday, November 10, 2025

সাম্প্রদায়িক মেরুকরণ তৈরির লক্ষ্যেই কি শীতলকুচির গুলি? উঠছে প্রশ্ন

Date:

Share post:

কিছু দলত্যাগী গদ্দারকে সামনে রেখে আর মোদি-শাহের ‘সুনার বঙ্গাল’ করার আর্তনাদে সেভাবে কাজ হচ্ছে না দেখেই কি ধর্মীয় মেরুকরণ ( communal division) তৈরির লক্ষ্যে পরিকল্পিত চিত্রনাট্য অনুযায়ী মানুষ মারার কাণ্ড ঘটানো হল? শীতলকুচির ঘটনার (sitalkuchi incident) পর বিজেপি (bjp) নেতাদের পরবর্তী কাণ্ডকারখানা ও একসুরে উস্কানি দেখে সেই ইঙ্গিতটি ক্রমশ স্পষ্ট হচ্ছে। কী ধরনের আক্রমণের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী গুলি চালনার মত চরম সিদ্ধান্ত নিল তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা। এত বড় একটি ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্বাচন কমিশনের দায়সারা জবাবদিহি সংশয় বাড়াচ্ছে। সেইসঙ্গে, গুলিতে চার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর বিজেপি নেতারা যেরকম কুৎসিতভাবে মৃতদের ধর্মীয় পরিচয়কে সামনে রেখে প্রচারে নেমে পড়েছেন তাতে মনে হওয়া স্বাভাবিক, যেন ধর্মীয় মেরুকরণের হাওয়া তৈরি করতেই অলক্ষ্যে কোনও চক্রান্ত হয়েছে। আর কে না জানে, সাম্প্রদায়িক তাসটাই যে কোনও ভোটে বিজেপির আস্তিনে রাখা সবচেয়ে প্রিয় অস্ত্র!

এতদিন পর্যন্ত বাংলার ভোটে অন্য যত যাই ইস্যু থাক, মানুষে মানুষে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন ও হিংসা উসকে দেওয়ার নির্লজ্জ চেষ্টা এত নগ্নভাবে দেখা যায়নি। বাম ও তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ থাকলেও রাজ্যের সংখ্যাগুরু হিন্দুরা বাংলায় বিরাটভাবে বঞ্চিত হয়েছেন, এমন কথা পাগলেও বলবে না। বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা নিশ্চয়ই হয়েছে যা অনভিপ্রেত নয়, কিন্তু তা বলে বাংলায় হিন্দুরা অত্যাচারিত এমন মিথ্যাচার করে বিজেপি যদি শুধু ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগির পুঁজি নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তা অধরাই থেকে যাবে। বরং উল্টো দিক থেকে বলা যায়, বর্তমান তৃণমূল জমামায় বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে যে বিপুল সরকারি পৃষ্ঠপোষকতা অথবা গত কয়েক বছরে বিভিন্ন হিন্দু দেব-দেবীর বারোয়ারি পুজোপার্বণের যে ঢল তার ভিত্তিতে সংখ্যাগুরুদের বঞ্চনার চিত্রটা ধোপে টেঁকে না। এর পরেও হিন্দুত্ব ও জাতপাতের নামে বিজেপি যে উত্তর ও পশ্চিম ভারতের সংস্কৃতি জোর করে বাংলায় চাপিয়ে দিতে চাইছে তা যত্রতত্র ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে স্পষ্ট। এই ধ্বনির আস্ফালন পুরোটাই রাজনৈতিক। এবং সুকৌশলে বঙ্গীয় উদার ধর্মনিরপেক্ষ ভাবাবেগে আঘাত করার চেষ্টা। বাংলা ভাষা, সৌহার্দ্য ও সম্প্রীতির সংস্কৃতি ও বাঙালির জাত্যভিমানকে আহত করার চেষ্টা করছে বিজেপি। একইসঙ্গে হিন্দি ভাষার আগ্রাসন চাপিয়ে দেওয়ারও চেষ্টা হচ্ছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোয় এটা করে লাভ নেই। তামিলনাড়ু, কেরলে এসব চলবে না। কিন্তু বাংলায় তার পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে গেরুয়া শিবির। নরেন্দ্র মোদির মত জনপ্রিয় নেতার মুখ সামনে রেখে একদিকে সাম্প্রদায়িক বিভাজন ও অন্যদিকে সোনার বাংলার অলীক গল্পকথা ছড়ানোর চেষ্টা হচ্ছে। এই চোরা ফাঁদে পা দিলে বাংলার মানুষকে অদূর ভবিষ্যতে পাশের রাজ্য ত্রিপুরার মানুষের মতই আপসোস করতে হবে।

Advt

spot_img

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...