Monday, January 12, 2026

‘ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’, শীতলকুচি প্রসঙ্গ টেনে কটাক্ষ অমিত শাহের

Date:

Share post:

সম্প্রতি চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে চার যুবকের মৃত্যুর ঘটনা বঙ্গ রাজনীতিতে নয়া মোড় নিয়েছে। গোটা ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজনৈতিক সভায় দাঁড়িয়ে তারই উত্তরে অমিত শাহ জানালেন, ‘আমি আমার ইস্তফাপত্র পকেটে নিয়ে ঘুরছি’।

পঞ্চম দফা নির্বাচনের প্রাক্কালে সোমবার ধুপগুড়িতে বিজেপির জনসভা উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিকারি সিতালকুচি ঘটনা প্রসঙ্গ তুলে ধরে অমিত শাহ বলেন, ‘দিদি আমার ইস্তফা চাইছেন। আমি ইস্তফা দিয়ে দেবো তবে সেটা শুধুমাত্র মানুষ চাইলেই। ইস্তফাপত্র আমার পকেটেই রয়েছে।’ পাশাপাশি শীতলকুচি ঘটনা প্রসঙ্গে এদিন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল তুলেন অমিত শাহ। দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক মন্তব্যের জেরে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি, ওই সভা মঞ্চ থেকে শাহের দাবি করেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে এবং সিএএ চালু করে মতুয়া সহ সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

আরও পড়ুন:করোনা সংক্রমণের জের , সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন প্রিয়াঙ্কা গান্ধীর

অন্যদিকে, সোমবার রানাঘাটের জনসভা থেকে ফের একবার শীতলকুচি ঘটনায় সরাসরি অমিত শাহকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি বলেন, ‘বাংলাকে বহিরাগত গুণ্ডাদের হাতে দেব না। বাংলাকে উত্তরপ্রদেশ-গুজরাত হতে দেব না। বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানো। রাজনীতি মানে ভোটের লাইনে গুলি চালানো নয়।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘পুরোটার প্ল্যানিং করেছেন অমিত শাহ। শীতলকুচির ঘটনার তদন্ত করবই, আসল ঘটনা বের করব। কারা কারা প্ল্যানে ছিল, তদন্তে বের করা হবে।’

Advt

spot_img

Related articles

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...