বাড়ল নিরাপত্তা, দমদম মেট্রো স্টেশনে উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকার বেআইনি সোনা!

দমদম মেট্রো স্টেশনে উদ্ধার হল প্রায় ৩৫ লক্ষ টাকার অবৈধ সোনা। এই সোনা উদ্ধারকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশন ও সংলগ্ন এলাকায় । ৪৪১ গ্রাম সোনা সহ একটি ব্যাগ উদ্ধার করে রেল পুলিশ। ব্যাগের মালিক এই বিপুল পরিমাণ সোনার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। একই সঙ্গে মূল্যবান এই ধাতুর বৈধ কাগজপত্রও ওই ব্যক্তির কাছে ছিল না ।
জানা গিয়েছে, বিকেল ৪টে নাগাদ কর্তব্যরত এক মহিলা আরপিএফ কর্মী দমদম স্টেশনে যাত্রীদের ব্যাগ স্ক্যান করছিলেন। তখনই এই ব্যাগ এক্স-রে করতে গিয়ে ওই সেখানকার মেশিনে সোনার হদিশ মেলে।
সোনার বিষয়ে সন্তোষজনক জবাব না পেয়ে মেট্রো রেলের আধিকারিকরা বিকেল স্থানীয় সিঁথি থানায় খবর দেন। দ্রুত কলকাতা পুলিশের একটি দল দমদম মেট্রো স্টেশনে আসে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ওই অবৈধ সোনা এবং ব্যাগের মালিককে আটক করা হয়েছে।
মেট্রো স্টেশনে স্ক্যানার মেশিন বসানো আছে জানার পরও কেন ওই ব্যক্তি এত বিপুল পরিমাণ সোনা নিয়ে ব্যাগে করে মেট্রো স্টেশন পার হওয়ার চেষ্টা করছিলেন তার সঠিক তথ্য খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।

Advt

Previous articleশীতলকুচির ঘটনা পরিকল্পিত, কারা প্ল্যান করেছিল তদন্ত করে দেখব: মমতা
Next articleভোটবঙ্গের কী মহিমা! তৃণমূলের মদনের পর এবার বিজেপির সব্যসাচীর প্রচারে বলিউড অভিনেত্রী