উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ( uefa champions league) সেমিফাইনালে পিএসজি( PSG)। মঙ্গলবার রাতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখে( bayern munich) কাছে ১-০ গোলে হেরেও সেমিফাইনালে নেইমার, এমব্যাপেরা। দুই পর্ব মিলে খেলার ফল হয় ৩-৩। এই অবস্থায় বিপক্ষের মাঠে বেশি গোল দেওয়ার কারণে সেমিফাইনালে পিএসজি।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুই দল। ম্যাচের ৪০ মিনিটে গোল করে বায়ার্নকে ১-০ এগিয়ে দেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং।

তবে ম্যাচে বেশ কয়েকবার আক্রমণ চালায় পিএসজি। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন নেইমার, এমব্যাপেরা।

আরও পড়ুন:দলের হার নিয়ে মুখ খুললেন রাসেল