খায়রুল আলম (ঢাকা) : ভারতীয় হাই কমিশন সাময়িকভাবে বাংলাদেশে তাদের সবগুলো ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রেখেছে। বুধবার হাই কমিশন ঘোষণা দিয়েছিল, ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত ‘লকডাউন’-এর কারণে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন-১৫ মে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির ডেডলাইন, কোন বিষয়গুলি মাথায় রাখবেন
করোনা মহামারির কারণে ২০১৯ সালের মার্চ থেকে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে তা পুনরায় শুরু হয়। পুনরায় ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ভ্রমণ ভিসা ব্যতীত অন্যান্য ভিসা দেওয়া হচ্ছিল। ২০১৯ সালে বাংলাদেশে ১৬ লাখের বেশি ভিসা দিয়েছিল ভারতীয় হাই কমিশন।
