Sunday, May 4, 2025

নিয়ম করে পঞ্চম দফাতেও বঙ্গে ভোট প্রচারে মোদি, নিশানায় ফের শাসক দল

Date:

Share post:

ধারা অব্যাহত রেখে পঞ্চম দফার নির্বাচনের দিন বঙ্গে ফের ভোট প্রচারে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শনিবার দুপুরে আসানসোলে(Asansol) মাটিতে জনসভা করে তৃণমূলের(TMC) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে দেখা গেল নরেন্দ্র মোদিকে। বঙ্গে চেনা ছকে ফের তিনি সুর চড়ালেন, ‘চার দফা মতদান, তৃণমূল খানখান’। যদিও তার এহেন দাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে হার নিশ্চিত বুঝে এখন মাইন্ড গেমের খেলা খেলছে বিজেপি(BJP)।

শিল্পের শহর আসানসোলের মাটিতে দাঁড়িয়ে বিজেপির জনসভা তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, এই অঞ্চলে মাফিয়ারাজ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কয়লা, বালি থেকে শুরু করে সমস্ত কিছুতেই এখানে মাফিয়া রাজের অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, ‘আপনার একটা ভোটদান আপনার এলাকাকে মাফিয়ারাজ মুক্ত করবে।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমি লোকসভা নির্বাচনে এখানে প্রচারে এসেছিলাম। বাবুল সুপ্রিয়কে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম আপনাদের। তবে সেবার নির্বাচনের প্রচারে এসে এত ভিড় আমি দেখিনি। এখন যেদিকে দেখছি, শুধু মানুষই মানুষ। আমি এর আগে এমন জনসমাগম দেখিনি।’

আরও পড়ুন:পঞ্চম দফায় অশান্ত বর্ধমান, মাথা ফাটল পোলিং এজেন্টের

পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মোদি আরো দাবি করেন, ‘রাজ্যের উন্নয়নের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছেন দিদি। বাংলা উন্নয়ন আটকে দেওয়ার সরকার চায় না। তাঁর আরও অভিযোগ, ‘করোনা বৈঠক, নীতি আয়োগের বৈঠকে সকল মুখ্যমন্ত্রী আসেন। একমাত্র দিদি আসেননি। বাংলার মানুষের জন্য দিদির কাছে কোনও সময় নেই। শরনার্থীদের জন্য দেশে আইন করা হয়েছে। তা নিয়েও দিদির আপত্তি রয়েছে। আসনে দিদি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবেন।’

Advt

spot_img
spot_img

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...