সামশেরগঞ্জ, জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থীর পর করনায় প্রাণ হারালেন তৃণমূল নেতা আবদুর রহমান। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মুরারইয়ের তৃণমূল নেতা আবদুর রহমান। কিন্তু তাঁর শরীরে মারণ ভাইরাস ছড়িয়ে পড়ায়, প্রবীণ নেতাকে বাঁচানো যায় নি। শনিবার সকালেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
২১ এর বিধানসভা নির্বাচনেও আবদুর রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরাও তাঁকে পুরোদমে বিশ্রাম নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ভোটের আগে সেসব তোয়াক্কা না করে তৃণমূলের হয়ে প্রচার চালিয়ে যান তিনি। এরইমাঝে তাঁর শরীরের আরও অবনতি হওয়ায় , মুরারই কেন্দ্রের নতুন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। তবে ভোট প্রচারের খবরাখবর রাখতেন মুরারই কেন্দ্রের বিদায়ী বিধায়ক।
প্রার্থী তালিকা ঘোষণা করার কয়েকদিন পরেই বর্ষীয়ান এই নেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিছুদিন ঘরে থাকার পর চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় আর এন টেগোরে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। ইদানিং শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসছিল। এরপর শনিবার সকালেই মৃত্যু হয় তাঁর। নেতার এই আকস্মিক মৃত্যুতে দিশেহারা দলীয় কর্মীরা।
