Monday, August 25, 2025

জেলে যাবেন মুকুল, বিশ হাজারে জিতবে কৌশানি: কুণাল

Date:

Share post:

নারদ এবং সারদা মামলায় যেভাবে বিজেপি (Bjp) নেতা তথা প্রার্থী মুকুল রায়ের (Mukul Roy) নাম জড়িয়েছে তাতে তাঁর জেলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দরকারে তাঁর সঙ্গে দেখা করতে কি প্রেসিডেন্সি জেলে যাবেন? কৃষ্ণনগর উত্তর দলীয় প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের (Kaushani Mukherjee) সমর্থনে সাংবাদিক বৈঠক থেকে এই প্রশ্ন তুললেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, যত রকমের দুর্নীতি আছে তার সবের সঙ্গেই জড়িত বিজেপি প্রার্থী মুকুল রায়। মুকুল রায়ের টাকা নেওয়ার বিষয়ে সিএমএম-কে লেখা সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠিও নথি হিসেবে দেখান কুণাল। তিনি বলেন, কৌশানি একজন স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রজন্মের প্রতীক। এই নির্বাচনে তিনি 20 হাজারের ব্যবধানে জিতবেন বলে দাবি করেন কুণাল ঘোষ। একজন নারী হিসেবে মহিলাদের সমস্যা কৌশানির কাছে গুরুত্ব পাবে। এক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকদের পাশাপাশি আদি বিজেপি এবং কংগ্রেসের কর্মী-সমর্থকদেরও কৌশানিকে ভোট দেওয়ার আহ্বান জানান কুণাল।

কুণাল বলেন, 2014 ভোট প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা মুকুল রায়কে “ভাগ মুকুল ভাগ” বলে কটাক্ষ করেছিলেন। নারদে মুকুল রায়ের টাকা নেওয়ার ভিডিও ক্লিপিংস দেখিয়ে ছিলেন। আর সেই মুকুল এখন তাঁদের প্রার্থী- এটা আদি বিজেপি কর্মীদের পক্ষে মেনে নেওয়াটা কঠিন।

ষষ্ঠ দফার ভোট প্রচারের সোমবার শেষ দিন। কৌশানি মুখোপাধ্যায়ের সমর্থনে সকাল একটি জনসভার পরে দুপুরে প্রার্থীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মুখপাত্র। ভিড় ঠাসা বৈঠকে সাংবাদিকরা কংগ্রেস প্রার্থী শিলভি দাসের সম্পর্কে জানতে চাইলে কুণাল বলেন, “তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। একজন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে তাঁকে সম্মান করি। কিন্তু তাঁকেও বলব, বাংলার উন্নয়নের স্বার্থে এবার ভোটটা কৌশানিকে দিতে। কারণ, তৃতীয় হওয়ার থেকে যিনি জিতবেন, সেই তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করাটা বেশি জরুরি”।

সাংবাদিক বৈঠকে কৌশানিও বলেন, জেতার পর এলাকাতেই বিধায়কের অফিস খুলবেন তিনি। যে কোন দরকারে তাকে পাশে পাবেন স্থানীয় বাসিন্দারা জেতার পর এলাকার উন্নয়নে কী কী কাজ করবেন তার রূপরেখা জানান কৌশানি।

Advt

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...