ভোটের গরম আর করোনার আতঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের তেজ

ভোটের উত্তাপ আর করোনার আতঙ্কের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সূর্যের তেজ৷ সঙ্গী তীব্র দাবদাহ৷

আবহাওয়া দফতর মঙ্গলবার জানিয়েছে, বাড়তে পারে কলকাতার তাপমাত্রা। শহরতলি সহ বেশ কিছু জেলায় বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা শুষ্ক থাকবে, আর শুষ্ক তাপমাত্রা বাড়াবে অস্বস্তি। দার্জিলিং, কালিম্পংয়ে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে৷

মার্চের মাঝামাঝি থেকেই বাড়ছে গরম৷ এপ্রিলের শেষভাগের এই গরমে প্রাণান্তকর অবস্থা রাজ্যবাসীর। কালবৈশাখী তো অনেক দূরে, বইছে না হাওয়াও। ভ্যাপসা গরম প্রতিদিনই বাড়িয়ে চলেছে অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত কলকাতার আবহাওয়া এমন শুষ্ক-ই থাকবে৷ তারপর ফের দাপট দেখাতে পারে গরম। আশঙ্কা, দিনচারেক পর তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস,স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ।

হাওয়া অফিসের পর্যবেক্ষণ, পূবালি হাওয়ার জন্যই কিছুটা কমেছে তাপমাত্রা। আকাশও কিছুটা মেঘলা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলাই থাকবে আকাশ৷ তবে মেঘলা থাকলেও বৃষ্টি আশা করা ভুল হবে৷ বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে৷ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতে ।

আবহাওয়া দফতর সূত্রে কোথায় কত সর্বোচ্চ তাপমাত্রা?

• আসানসোলে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস৷

• বালুরঘাটে ৩৫.৬ ডিগ্রি

• বাঁকুড়ায় ৪০.২ ডিগ্রি

• বারাকপুরে ৩৮.২ ডিগ্রি

• বহরমপুরে ৩৯.৪ ডিগ্রি

• বর্ধমানে ৩৯ ডিগ্রি

• ক্যানিংয়ে ৩৭.৪ ডিগ্রি

• কোচবিহারে ৩০.৮ ডিগ্রি

• দার্জিলিঙে ১৯.৫ ডিগ্রি

• ডায়মন্ডহারবারে ৩৫.৪ ডিগ্রি

• দিঘায় ৩৫ ডিগ্রি

• দমদমে ৩৯.৫ ডিগ্রি

• হলদিয়ায় ৩৩.৯ ডিগ্রি

• জলপাইগুড়িতে ৩১.১ ডিগ্রি

• কালিম্পঙে ২৪.৫ ডিগ্রি

• কৃষ্ণনগরের ৩৮.৬ ডিগ্রি

• মালদায় ৩৮.৫ ডিগ্রি

• মেদিনীপুরে ৩৯ ডিগ্রি

• পানাগড়ে ৪০ ডিগ্রি

• সল্টলেকে ৩৮.৯ ডিগ্রি

• শিলিগুড়ি ৩১.৩ ডিগ্রি

• শ্রীনিকেতনে ৩৯.৬ ডিগ্রি।

আরও পড়ুন –করোনার দাপটে এবার বাতিল হয়ে গেল আইসিএসই দশমের পরীক্ষা

Advt