Friday, December 26, 2025

ভিক্ষে, ধার বা চুরি, যেভাবে হোক অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

দেশজুড়ে করোনা সংক্রমণ যেন অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে। দৈনিক সংক্রমণ বিশ্বরেকর্ড করেছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে করোনা (corona) আক্রান্তদের জন্য অক্সিজেনের (oxygen) হাহাকার শুরু হয়েছে। আর এই সমস্যা নিয়ে মোদি সরকারের (modi government) বিরুদ্ধে বিরোধী দলগুলির সমালোচনা তো চলছিলই, এবার তার সঙ্গে যোগ হল আদালত। অক্সিজেন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের পর্যবেক্ষণ, কীভাবে বাস্তবকে অস্বীকার করতে পারে সরকার? অক্সিজেনের অভাবে মানুষকে মরতে দেওয়া যায় না। আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, আপনারা নিজেদের মতো সময় নিচ্ছেন অথচ মানুষ মরছে। কেন্দ্রকে দায়িত্বের স্মরণ করিয়ে বিচারপতি বিপিন সাঙ্ঘী ও রেখা পাটিলের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ভিক্ষা, ধার বা চুরি করে অক্সিজেন জোগাড় করুন। কারণ এটা জাতীয় বিপর্যয়।

প্রসঙ্গত, হাসপাতালগুলিতে অক্সিজেনের প্রবল ঘাটতির অভিযোগ করে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) হস্তক্ষেপ চেয়ে মামলা করে ম্যাক্স হেলথকেয়ার নেটওয়ার্ক। ওই মামলায় বিশেষ শুনানিতে হাইকোর্ট জানায়,১০ দিন অন্তর কোভিড আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। অক্সিজেনের যে অভাব রয়েছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অভিযোগ মোটেই অতিরঞ্জিত নয়। আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না।

আরও পড়ুন:টিকাকরণে ‘জাতীয় পরিকল্পনা’ কী কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

কেন্দ্রের ভূমিকায় ভর্ৎসনার সুরে হাইকোর্টের কটাক্ষ, অক্সিজেনের জোগান নেই বলে এভাবে লোককে মরতে দেওয়া যায় না। এটা কোনও স্বাধীন রাষ্ট্রের চিন্তাভাবনা হতে পারে না। মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের নির্দেশ দিতে হবে, ভিক্ষা, ধার বা চুরি করে যেভাবেই হোক অক্সিজেন জোগাড় করুন। দিল্লি হাইকোর্টের রায় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর কটাক্ষ, আমরা শ্বাস নিতে পারছি না, হাজার হাজার লোক বলছে নরেন্দ্র মোদী স্যর। ধৈর্য ধরে রাখার জন্যও অন্তত অক্সিজেনটা তো দিন।

Advt

spot_img

Related articles

বিরোধী শিবির ছেড়ে আজই তৃণমূলে যোগ দিচ্ছেন পার্নো! খবর সূত্রের 

টলিউড অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra) এবার বিজেপি ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ...

ঠান্ডায় কাঁপছে বাংলা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রির ঘরে! শুক্রেই মরশুমের শীতলতম দিন

বড়দিন কাটতে না কাটতেই বাংলা জুড়ে হাড়কাঁপানো ঠান্ডা। প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে ক্রিসমাস উপভোগ করার পর...

‘প্রজাপতি ২’ নামের অর্থ হারালো মাঝপথেই, ক্লাইম্যাক্স টুইস্টে বাঙালি আবেগ ধরার চেষ্টা

বড়দিনে বড়পর্দায় মুক্তি পেল 'প্রজাপতি ২' (Prajapati 2)। ছবি নির্মাতারা প্রথম থেকেই বলে এসেছেন এই ছবি বাবা- সন্তানের...

দলের পদাধিকারী-ভোট ম্যানেজারদের সঙ্গে আজ মেগা সাংগঠনিক বৈঠকে অভিষেক

দলনেত্রীর নির্দেশ মেনে এসআইআর পর্বে দলের নেতাকর্মীদের ভূমিকা আলোচনার পাশাপাশি ভোট ম্যানেজারদের সঙ্গে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন...