Monday, November 3, 2025

প্রাণ বাঁচিয়ে শিশুর পরিবারকেই অর্ধেক পুরস্কারমূল্য দান করলেন ‘রিয়েল হিরো’ ময়ূর

Date:

Share post:

জীবন বাজি রেখে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে এক শিশুকে বাঁচিয়ে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন মুম্বইয়ের(Mumbai) এক রেলকর্মী। মৃত্যুর পরোয়া না করে শিশুর জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়া এই যুবক মন জিতে নিয়েছেন সকলের। তবে শুধু বিপদে ঝাপিয়ে পড়া নয় ‘রিয়েল লাইফ হিরো’ ময়ূর শেলকে(Mayur Shelke) নামে ওই যুবকের হৃদয় যে কত বড় সম্প্রতি তা জানা গেল আরো এক তথ্য। অসম্ভব সাহসিকতার জন্য রেলের তরফ থেকে ময়ুরকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ভারতীয় রেলের(Indian rail) তরফে। তবে সেই টাকার অর্ধেক অংশ ওই শিশুর পরিবারের হাতে তুলে দিলেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হতে দেখা যায়। যেখানে দেখা গিয়েছে মায়ের সঙ্গে যেতে যেতে এক শিশু পা পিছলে রেললাইনে পড়ে যায়। সেই সময় ওই লাইনে একটি থ্রু এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। শিশুটিকে সাক্ষাৎ মৃত্যু এগিয়ে আসছে বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেদিকে ছুটে যান ময়ূর। অত্যন্ত দ্রুততার সঙ্গে শিশুটিকে প্লাটফর্মে তুলে পরে নিজে উঠে আসেন। প্লাটফর্মে উঠে আসার এক সেকেন্ডেরও কম সময়ে তার গা ঘেঁষে ছুটে বেরিয়ে যায় ট্রেনটি। বলার অপেক্ষা রাখে না এক মুহূর্ত দেরি হলে কী ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। যদিও শেষ পর্যন্ত রক্ষা পায় শিশুটি। স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনার ভিডিও। মুহূর্তে যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভিডিওসহ ময়ূরের প্রশংসা করে একটি টুইট করেন।

 

পাশাপাশি রেলের পয়েন্ট ম্যান হিসেবে কর্মরত ময়ূরকে তার সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। তবে ময়ূর জানিয়ে দিয়েছেন রেলের তরফে দেওয়া ওই পুরস্কারের অর্ধেক টাকা তিনি দিয়ে দিতে চান শিশুটিকে। সেইমতো ইতিমধ্যেই পুরস্কারের টাকা শিশুটির পরিবারকে তুলে দিয়েছেন তিনি। ময়ূরের দাবি অনুযায়ী, অত্যন্ত দরিদ্র শিশুটির পরিবার। তার মা সবজির ব্যবসা করে কোনমতে সংসার চালান। তাই প্রাপ্ত পুরস্কারের অর্ধেক অর্থ ওই শিশুটির পরিবারকে দেওয়ায় তারা উপকৃত হবে।

Advt

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...