Thursday, August 21, 2025

‘বউটা মরে যাবে, পায়ে ধরছি ভর্তি নিন’, দিল্লির হাসপাতালে কাতর আবেদন যুবকের

Date:

Share post:

বাড়তে থাকা করোনা পরিস্থিতি(Corona situation) দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ যত তীব্র হচ্ছে হাসপাতালগুলোতে অক্সিজেনের(oxygen) হাহাকার বেড়ে চলেছে ততই। এহেন পরিস্থিতির মাঝেই গত বুধবার দিল্লি হাইকোর্ট(Delhi High Court) সরকারকে নির্দেশ দেয়, চুরি, ভিক্ষে, ধার যে করেই হোক অক্সিজেন জোগাড় করতেই হবে। কিন্তু কোনোভাবেই সমস্যা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দিল্লির নামি হাসপাতালের বাইরে দেখা গেল মর্মান্তিক এক ছবি। করোনা আক্রান্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটে বেড়ালেন এক ব্যক্তি। সব জায়গা থেকেই উত্তর এলো বেড খালি নেই।

জানা গিয়েছে, অসহায় ওই ব্যক্তির নাম আসলাম খান। তাঁর স্ত্রী রুবি খান করোনা আক্রান্ত হওয়ায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে বেরিয়েছিলেন যুবক। বাইকের পিছনে অসুস্থ স্ত্রীকে বসিয়ে একের পর এক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন তিনি। কিন্তু কোনও হাসপাতালে ঠাই মেলেনি। তিনটি হাসপাতাল ঘুরে সবশেষে রাজধানীর লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে এসে কাতর গলায় স্ত্রীকে ভর্তির আবেদন জানিয়েছেন আসলাম। হাসপাতালে কর্মরত কর্তা ব্যক্তিদের কাছে হাতজোড় করে তিনি আবেদন জানিয়েছেন, “আমার স্ত্রী মরে যাবে দয়াকরে ওকে ভর্তি নিন।” সংবাদমাধ্যমের সামনেও তিনি বলেন, আমি ওদের পায়ে ধরতেও রাজি আছি ওরা শুধু বলে যাচ্ছে কোন বেড খালি নেই। এভাবে ফেলে রাখলে তো মরে যাবে। সেটা আমি কিভাবে হতে দেবো। কথা বলার সময় চোখের জল বাঁধ মানেনি আসলামের।

আরও পড়ুন:অক্সিজেন,ওষুধ পৌঁছে দেওয়ার কাজে বায়ুসেনা, DRDO খুলে দিয়েছে ৫০০ বেডের হাসপাতাল

তবে শুধু আসলাম নয়, একই ছবি দেখা যাচ্ছে দেশের সর্বত্র। প্রিয়জনের প্রাণ বাঁচাতে হাসপাতালে দরজায় দরজায় লাইন দিয়েছেন অসংখ্য মানুষ। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিরূপায় হয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। তবে সমস্যা সামাল দেওয়া সম্ভব হয়ে উঠছে না কোনোভাবেই। এই মুহূর্তে রাজধানীর সবচেয়ে বড় করোনা চিকিৎসার হাসপাতাল লোক নায়ক জয়প্রকাশ। মারণ ভাইরাসের জেরে সেখানকার অবস্থা রীতিমতো করুণ।

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...