ভয়ঙ্করতম পূর্বাভাস দিলেন আইআইটির বিজ্ঞানীরা( scientist of IIT)। তাঁদের মতে, আগামী ১১ থেকে ১৫ মে-র মধ্যে সাংঘাতিক শক্তি বাড়াবে করোনা। তখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা হতে পারে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ।

আইআইটি কানপুর ও হায়দরাবাদের বিজ্ঞানীরা জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে করোনা করোনাভাইরাস সব থেকে সক্রিয় অবস্থায় থাকবে। স্বাভাবিকভাবেই করোনা আক্রান্তর সংখ্যাও বাড়বে হু হু করে। সেইসঙ্গে দিল্লি, হরিয়ানা,রাজস্থান ও তেলঙ্গনায় নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা বাড়বে। এপ্রিলের ২৫ থেকে থেকে ৩০ তারিখের মধ্যে সংক্রমণ হার সর্বোচ্চ হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মহারাষ্ট্র ও ছত্রিশগড় ইতিমধ্যেই দৈনিক সংক্রমণের শীর্ষে পৌঁছে গিয়েছে। ‘সূত্র’ মডেলের মাধ্যমে বিজ্ঞানীরা অনেকটা আশার কথাও শুনিয়েছেন। জানিয়েছেন, মে মাসের শেষের দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমবে। আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র অগরওয়াল সংবাদ সংস্থাকে, “মে মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩-৩৫ লক্ষ হবে। এরপর মে মাসের শেষে কমবে করোনা আক্রান্তের সংখ্যা” এর আগে গাণিতিক পদ্ধতিতে আইআইটি জানিয়েছিল সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবে এপ্রিলের ১৫ তারিখে। কিন্তু সেই পূর্বাভাস মেলেনি।
