Tuesday, November 11, 2025

রাজনীতিবিদ না হলে কী হতেন? ফেসবুক লাইভে অকপট অভিষেক

Date:

Share post:

তাঁকে রাজনীতিবিদ হিসেবেই দেখে আসছেন আপামর রাজ্যবাসী। যুব তৃণমূল (Tmc) সভাপতি তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তরুণ এই সাংসদ যদি রাজনীতির আঙিনায় পা না রাখতেন, তাহলে কী করতেন? শনিবার, সন্ধেয় ফেসবুক লাইভে (Facebook Live) তাঁকে এই প্রশ্ন ছুড়ে দেন এক দর্শক। উত্তর দিতে এতটুকু দেরি করেনি অভিষেক। জানিয়ে দেন, রাজনীতিবিদ না হলে সমাজসেবা করতেন। আর হয়তো খেলতেন ক্রিকেট।

কলকাতায় লেখাপড়া করার পরে দিল্লিতে গিয়ে এমবিএ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর বছর দুয়েক চাকরি করার পরে যোগ দেন রাজনীতিতে। কিন্তু তাঁর ব্যক্তি জীবন নিয়ে খুব কমই কথা হয়েছে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। শনিবার, ফেসবুক লাইভে আসার আগেই অভিষেক জানিয়েছিলেন যে কোনো প্রশ্ন করা যাবে তাঁকে। অনুষ্ঠানের নাম দিয়েছিলেন ‘Ask me anything’। সেইমতো তাঁর ব্যক্তিজীবন নিয়েও প্রশ্ন করেন অনেকেই। হাসিমুখেই তাঁর উত্তর দেন অভিষেক। তাঁর হবি কী? তৃণমূল সাংসদ বলেন, ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন তিনি, ভালোবাসতেন টেনিস খেলতেও।

একজনের প্রশ্ন ছিল, অবসর সময় কী করেন অভিষেক? সত্যি তো, তাঁর মতো রাজনীতিবিদ সারাক্ষণ প্রচারের কাজে নয়তো জনসেবায় ঘুরে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত; তাঁর অবসর কাটে কীভাবে? উত্তরে অভিষেক বলেন, অবসর আজকাল পান না। তবে আগে অবসরে বই (Book) পড়তেন, গান শুনতেন। এখন বদল হয়েছে পছন্দের। ওটিটি (Ott) প্লাটফর্মে ছবি দ্যাখেন, ওয়েব সিরিজ (Web Series) দ্যাখেন। সেগুলিই ভালো লাগে এখন। তবে নির্বাচনের জন্য এখন আর সে সবের সময় হয়ে ওঠে না। এরপর অবসর পেলে নেটফ্লিক্স-সহ বিভিন্ন ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ দেখার ইচ্ছে রয়েছে তাঁর।

এত ব্যস্ত, তার মধ্যে বাড়িতে স্ত্রী-কন্যা-পুত্রকে সময় দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? উত্তরে তৃণমূল সাংসদ স্বীকার করে নেন, সে সময় আজকাল তাঁর হয় না। বাড়ির লোক সেটা মেনে নিয়েছেন। তবে যদি পাঁচ মিনিটও সময় পান, সেটা বাবা-মা, স্ত্রী, ছেলে-মেয়েকে দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁদের তিনি কথা দিয়েছেন দু তারিখ নির্বাচনের ফল ঘোষণার পর তিনি নিশ্চয়ই তাঁদের সময় দেবেন।

তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। উত্তরে অভিষেক বলেন, বিজেপির হাতে এত এজেন্সি রয়েছে পারলে তাঁর দুর্নীতির প্রমাণ করুক, দৃষ্টান্তমূলক শাস্তি দিক। কিন্তু অভিষেক বলেন, তাঁর বা তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের একটাও প্রমাণ করতে পারেনি বিজেপি। একইসঙ্গে তিনি বলেন ইডি-সিবিআইয়ের ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চট্টোপাধ্যায়রা। তবে তৃণমূলের প্রথমদিনের সঙ্গী যাঁরা, তাঁরা এখনও একনিষ্ঠভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন।

আরও পড়ুন- “হাতজোড় করে বলছি কেউ অক্সিজেন দিয়ে সাহায্য করুন”, কাতর আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীর

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...