Sunday, August 24, 2025

করোনা মোকাবিলায় অবশেষে ভারতকে সাহায্যের আশ্বাস বাইডেন প্রশাসনের

Date:

Share post:

করোনা মোকাবিলায় শেষপর্যন্ত ভারতকে বাড়তি সাহায্যের আশ্বাস দিয়েছে বাইডেন (Joe Biden) প্রশাসন৷ তবে এজন্য দিল্লিকে রীতিমতো পরিশ্রম করতে হয়েছে।

ভারতে করোনা প্রতিষেধক টিকা (Corona-vaccine) তৈরির প্রয়োজনীয় কাঁচমালের একাংশ আসে আমেরিকা (America) থেকে৷ কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে দিল্লিকে জানানো হয়, প্রত্যেক আমেরিকানের টিকাকরণ না হওয়া পর্যন্ত তারা ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাতে পারবেনা৷ এর ফলে ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন সংকটে পড়ার আশঙ্কায় আসরে নামে এ দেশের পররাষ্ট্রমন্ত্রক৷ আমেরিকার কাছে কাঁচামাল সরবরাহের আর্জি জানায়৷ বাইডেন প্রশাসন রাজি হয়না৷ দীর্ঘ আলোচনা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷

অবশেষে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে এক টুইটবার্তায় মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন, ‘সহযোগী’ ভারতকে বাড়তি সাহায্য করার আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেছেন, “ভয়ানক করোনা প্রাদুর্ভাবের সময় ভারতের মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। ভারতের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা বাড়তি সাহায্য করবো।”
ব্লিনকেনের এই টুইটের কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যানও ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাহায্যের আশ্বাস দেন।

মার্কিন প্রশাসনের জারি করা বিধিনিষেধের কারণে বেশ কিছুদিন ধরেই কাঁচামাল পাঠানো হচ্ছিল না। ফলে ৩৫ টিরও বেশি গুরুত্বপূর্ণ কাঁচামালে টান পড়ে৷ ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) মতো সংস্থা উদ্বেগ প্রকাশ করে।যদিও সেরাম CEO আদর পুনাওয়ালা দাবি করেছিলেন, আমেরিকার টালবাহানার জন্য কোভিশিল্ডের উৎপাদনে কোনও প্রভাব পড়ছে না। তবে ধাক্কা খাচ্ছে নোভাভ্যাক্সের উৎপাদন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে আর্জি জানিয়েছিলেন খোদ পুনাওয়ালাও।

Advt

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...