Sunday, November 9, 2025

করোনা মোকাবিলায় অবশেষে ভারতকে সাহায্যের আশ্বাস বাইডেন প্রশাসনের

Date:

Share post:

করোনা মোকাবিলায় শেষপর্যন্ত ভারতকে বাড়তি সাহায্যের আশ্বাস দিয়েছে বাইডেন (Joe Biden) প্রশাসন৷ তবে এজন্য দিল্লিকে রীতিমতো পরিশ্রম করতে হয়েছে।

ভারতে করোনা প্রতিষেধক টিকা (Corona-vaccine) তৈরির প্রয়োজনীয় কাঁচমালের একাংশ আসে আমেরিকা (America) থেকে৷ কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে দিল্লিকে জানানো হয়, প্রত্যেক আমেরিকানের টিকাকরণ না হওয়া পর্যন্ত তারা ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাতে পারবেনা৷ এর ফলে ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন সংকটে পড়ার আশঙ্কায় আসরে নামে এ দেশের পররাষ্ট্রমন্ত্রক৷ আমেরিকার কাছে কাঁচামাল সরবরাহের আর্জি জানায়৷ বাইডেন প্রশাসন রাজি হয়না৷ দীর্ঘ আলোচনা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷

অবশেষে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে এক টুইটবার্তায় মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন, ‘সহযোগী’ ভারতকে বাড়তি সাহায্য করার আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেছেন, “ভয়ানক করোনা প্রাদুর্ভাবের সময় ভারতের মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। ভারতের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা বাড়তি সাহায্য করবো।”
ব্লিনকেনের এই টুইটের কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যানও ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাহায্যের আশ্বাস দেন।

মার্কিন প্রশাসনের জারি করা বিধিনিষেধের কারণে বেশ কিছুদিন ধরেই কাঁচামাল পাঠানো হচ্ছিল না। ফলে ৩৫ টিরও বেশি গুরুত্বপূর্ণ কাঁচামালে টান পড়ে৷ ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) মতো সংস্থা উদ্বেগ প্রকাশ করে।যদিও সেরাম CEO আদর পুনাওয়ালা দাবি করেছিলেন, আমেরিকার টালবাহানার জন্য কোভিশিল্ডের উৎপাদনে কোনও প্রভাব পড়ছে না। তবে ধাক্কা খাচ্ছে নোভাভ্যাক্সের উৎপাদন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে আর্জি জানিয়েছিলেন খোদ পুনাওয়ালাও।

Advt

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...