মঙ্গলবার ভোরে রাজভবনে (fire at Raj Bhavan) আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৬টি ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গেছে। দমকল সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ রাজভবনের ভিতরে আগুন লাগে । হঠাৎই রাজভবনের পিছনের দিকের বারান্দায় রাখা আসবাব থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাই প্রথম আগুন দেখতে পান। সাধারণত রাজভবনে দমকলের একটি ইঞ্জিন থাকে। তবে এদিন কোনও ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। আরও ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারা। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। রাজভবন সূত্রে এ খবর জানানো হয়েছে। ঘটনাস্থলে ইতমধ্যেই পৌঁছে গিয়েছেন সিইএসসি কর্মীরা। কী ভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে।
