প্যাট ক্যামিন্সের( pat cummins) পর এবার করোনা( corona) যুদ্ধে আর্থিক সাহায্য করার জন্য এগিয়ে এলেন ব্রেটলি( brett lee) । এদিন ত্রাণ তহবিলে ৪৩ লক্ষ টাকা অনুদান দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। অক্সিজেন সরবরাহ করার জন্য এই অনুদান দিলেন ব্রেটলি। দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে। আর চিত্র নাড়িয়ে দিয়েছে তাকে।

করোনার জন্য গোটা দেশে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। সেই অভাব মেটানোর জন্য এমন উদ্যোগ নিলেন ব্রেটলি। এদিন টুইটারে ব্রেটলি লেখেন,” ভারত আমার দ্বিতীয় ভালোবাসার জায়গা। দ্বিতীয় বাড়ির মতন। এই দেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, খেলোয়াড় জীবনে এবং অবসরের পরও। এখন করোনার দাপটে ভারতের যা চিত্র, তা আমাকে নাড়িয়ে দিয়েছে। ভারতে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় আমি কিছু অনুদান দিতে চাই। ৪৩ লক্ষ টাকা অক্সিজেন কিনতে ত্রান তহবিলে দিতে চাই। এই সময় এক হয়ে লড়াই করতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই যারা সামনে থেকে কাজ করছে তাদের। আমি সবাইকে বলব সবাই সাবধানে থাকুন, সর্তক থাকুন।” ভারতের পাশে থাকার জন্য ক্যামিন্সকে ধন্যবাদ জানান ব্রেটলি।

Well done @patcummins30 🙏🏻 pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021
আরও পড়ুন:বিদেশি ক্রিকেটারদের পাশে বিসিসিআই, ম্যাচ শেষে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব নিল ভারতীয় বোর্ড
