Saturday, November 29, 2025

দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজার ২৯৩ জনের

Date:

Share post:

গত দু’দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ না পেরোলেও একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। দেশে করোনা-চিকিৎসার অভাবে মারা যাওয়ার সংখ্যাটাও নজরে পড়ার মতো। একে করোনায় রক্ষা নেই, অক্সিজেনের আকাল দোসর। হাসপাতালগুলিতে শয্যার অভাব। একটি বেডে আবার একাধিক করোনা রোগী।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। এতদিনের সমস্ত রেকর্ড ভেঙেছে আজকের করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। হুহু করে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এই মূহুর্তে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন সক্রিয় রোগী রয়েছে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৯,৯৭,২৬৭। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৪৮,১৭,৩৭১। এখনও পর্যন্ত করোনায় আক্রন্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ০১ হাজার ১৮৭ জনের। দেশে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ১৪,৭৮, ২৭, ৩৬৭ জন।

আরও পড়ুন-করোনা মৃত্যুসংখ্যায় কারচুপি, ভারুচে ৪৮ জনের মৃত্যুকে ৮ বলে চালাল গুজরাট সরকার!

অন্যদিকে পশ্চিমবঙ্গে এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪০৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭৩ জনের। কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ফের ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১৫। গত ২৪ ঘণ্টায় যে ৭৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে কলকাতার বাসিন্দা ২৪ জন। এ ছাড়া, ওই সময়ের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ১৩ জন মারা গিয়েছেন। হাওড়ায় ৮, দক্ষিণ ২৪ পরগনায় ৬, জলপাইগুড়ি, মালদহ এবং হুগলিতে ৪ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, দক্ষিণ দিনাজপুর, বীরভূম এবং পুরুলিয়ায় ২ জন করে মারা গিয়েছেন। দার্জিলিং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ১ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। রাজ্যে এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৮২।

Advt

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...