Sunday, August 24, 2025

পরিবর্তন নয়, তৃণমূলের প্রত্যাবর্তনই নিশ্চিত করছে বুথ ফেরত সমীক্ষা

Date:

Share post:

পরিবর্তন নয়, তৃণমূলের প্রত্যাবর্তনের দিকেই পাল্লা ঝুঁকে আছে সংখ্যাগরিষ্ঠ বুথ ফেরত সমীক্ষায়৷

প্রায় সব এক্সিট পোল-এর জানিয়েছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাজ্যে ৮ দফায় ভোট শেষ হওয়ামাত্রই একের পর এক বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট-পোল প্রকাশিত হচ্ছে৷ বড় মাপের সমীক্ষক সংস্থার রিপোর্ট যা বলছে, তাতে হতাশ হতে হচ্ছে বিজেপিকে৷ ২০০ আসন দখল করার বিষয়ে নিশ্চিত ছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ৷ কোনও সমীক্ষাই কিন্তু বিজেপিকে এই আসন দিচ্ছে না৷ তাহলে বিজেপির শীর্ষস্তরের হিসাব এভাবে এলোমেলো হচ্ছে কেন ? এটা বড়ভাবে উঠে আসছে এই সমীক্ষায়৷ একইসঙ্গে বুঝিয়ে দিচ্ছে এই বাংলায় এখনও তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হয়ে উঠতে পারেনি বিজেপি৷

বুথ ফেরত সমীক্ষার কাছাকাছি ভোটের চূড়ান্ত ফল যদি হয় তাহলে জোর ধাক্কা খাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ গোটা দেশ প্রত্যক্ষ করেছে, বাংলা দখল করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিজেপি তথা আরএসএস-এর শীর্ষনেতৃত্ব কতখানি তৎপর ছিলেন৷ বাংলা-সহ গোটা দেশ শুনেছে বাংলায় ‘ইস বার ২০০ পার’-এর ক্যাচ-লাইন৷ মোদিজি, শাহজি’র মুখে এ কথা শুনে মানুষ অনেকটাই বিশ্বাসও করেছে৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন এ কথা বলছেন, তখন নিশ্চয়ই এজেন্সির মাধ্যমে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই বলেছেন, এমনই ধারনা হয়েছে বাংলার গেরুয়া শিবিরের৷ বিজেপি আশানুরূপ ফল করতে না পারলে বিজেপির শীর্ষস্তরের ভাবনাচিন্তা প্রশ্নের মুখে পড়বেই৷ ঠিক যেমন হয়েছিলো ২০২০-এর দিল্লি বিধানসভা ভোটের পর৷ দিল্লিতে সরকার গড়ার প্রবল দাবিদার বিজেপি যাত্রা শেষ করেছিলো মোট ৭০ আসনের মধ্যে ৮টি আসন দখল করে৷ ২০১৫-র দিল্লিভোটে বিজেপি পেয়েছিলো ৩টি আসন৷ সেই দিক থেকে বিচার করলে বিজেপি ২০২০-এ আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে ৫টি৷ ২০১৬-র বাংলার ভোটে বিজেপি লাভ করেছিলো ৩ আসন৷ দিল্লির প্রেক্ষিতে বিচার করলে ৮ বা আর বেশি আসন বিজেপি লাভ করলেই, তা হবে চমকপ্রদ সাফল্য৷

পাশাপাশি এটাও ঠিক, এখনই আগাম বলা যায়, এই ভোটে ক্ষমতার পালাবদল যদি নাও হয়, বিজেপির আসনসংখ্যা নিশ্চিতভাবেই বাড়বে৷ বিধানসভার ভিতরে এবং বাইরে বিজেপির শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে৷ বাংলা তথা দেশের উত্তর-পূর্ব ভাগের বিজেপি-রাজনীতিতে এটা অচিরেই ফ্যাক্টর হয়ে উঠবে৷

◾TIMES NOW C-VOTER জানিয়েছে, তৃণমূল ১৫৮ আসন পেতে পারে, বিজেপি পেতে পারে ১১৫ আসন৷ আর সংযুক্ত মোর্চা পেতে পারে ১৯ আসন৷

◾ABP ANANDA C-voter জানাচ্ছে তৃণমূল ১৫২-১৬৪ আসন পেতে পারে, বিজেপি পেতে পারে ১০৯-১২১ আসন৷ আর সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪-২৫ আসন৷

◾P-MARQ-এর সমীক্ষা বলছে, তৃণমূল ১৫২ থেকে ১৭২, বিজেপি ১১২ থেকে ১৩২ এবং মোর্চা পেতে পারে ১০ থেকে ২০টি আসন৷

◾ETG RESEARCH-এর এক্সিট পোল বলছে, তৃণমূল ১৬৪ থেকে ১৭৬, বিজেপি ১০৫ থেকে ১১৫ এবং মোর্চা পেতে পারে ১০ থেকে ১৫টি আসন৷

◾ওদিকে ‘জন কি বাত’ জানিয়েছে, বিজেপি পেতে পারে ১৬২-১৮৫ আসন, তৃণমূল পেতে পারে ১০৪-১২১ আসন এবং সংযুক্ত মোর্চা পেতে পারে ৯ আসন৷

◾ পোল অফ পোলস জানিয়েছে, তৃণমূল পেতে পারে ১৫৫, বিজেপি পেতে পারে, ১২২, সংযুক্ত মোর্চা পেতে পারে ১৫ আসন।

◾ পোলস্ট্র্যাট জানিয়েছে, তৃণমূল পেতে পারে, ১৪২-১৫২, বিজেপি পেতে পারে ১২৫-১৩৫, সংযুক্ত মোর্চা পেতে পারে, ১৬-২৬ আসন।

◾ ইন্ডিয়া টিভি বলছে, বিজেপি পাবে ১৭৩-১৯২, তৃণমূল পাবে ৬৪-৮৮, সংযুক্ত মোর্চা পাবে ৭-১২ আসন।

এই ধরনের বুথ ফেরত সমীক্ষায় ফলাফল অধিকাংশ সময়েই আসল ফলাফলের সঙ্গে মেলে না৷ তবে ভারতীয় রাজনীতিতে এই ধরনের এক্সিট পোলের ভূমিকা রয়েছে, কৌতূহলও অনেকটাই থাকে৷ সেই হিসাবে একুশের ভোটের বুথ ফেরত সমীক্ষাও নজর কাড়ছে, যে সমীক্ষা বলছে, তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসই বাংলার ক্ষমতায় ফিরছে৷

আরও পড়ুন- বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিতেই বঙ্গে শেষ ভোট অষ্টমী

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...