Thursday, August 21, 2025

ত্রিপুরায় অতিথিদের গলাধাক্কা দিয়ে সাসপেন্ড জেলাশাসক

Date:

Share post:

নিজের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। নৈশ কার্ফু চলছে ত্রিপুরায়। সংক্রমণে জর্জরিত ত্রিপুরার পরিস্থিতির হাল-হকিকত দেখতে রাতে বেরিয়েছিলেন। হাজির হয়েছিলেন কোভিড বিধি না মেনে চলা দুই বিয়ে বাড়ির অনুষ্ঠানে। নিয়মের ব্যতিক্রম দেখে দ্রুত বন্ধ করেছিলেন অনুষ্ঠান । শেষ পর্যন্ত সেই জেলাশাসককে সাসপেন্ড করল ত্রিপুরা প্রশাসন। পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাঠিপেটা করে অতিথিদের বের করে দিচ্ছেন পুলিশকর্মীরা। এমনকি বিয়ের কনেকেও মঞ্চ থেকে নেমে আসতে বলছেন জেলাশাসক।
নৈশ কার্ফু ও করোনা বিধি ভেঙে বিয়েবাড়ির অনুষ্ঠান আয়োজন করায় উপস্থিত ব্যক্তিদের উচিত শিক্ষা দিতে দাবাং রূপ ধারণ করেছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক শৈলেশ কুমার যাদব। অতিথিদের গলা ধাক্কা দেওয়ায় এ বার তাকেই সাসপেন্ড করা হল। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
কোভিড বিধি ও ১৪৪ ধারা ভঙ্গ করায় সকলকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। গলা ধাক্কা দিয়ে বের করে দেন পুরোহিতকে। স্টেজ থেকে বর-কনেকেও নামিয়ে ধমক দেওয়ার পাশাপাশি গ্রেফতারির হুমকি দেন।
তার এই আচরণের ভিডিও ভাইরাল হতেই একদিকে প্রশংসা অন্যদিকে সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো দুভাগ হয়ে যান নেটিজেনরা । একদল তার কর্তব্যের প্রশংসা করলেও আর একদলের মত , যে ভাষা ব্যবহার তিনি করেছেন তা মোটেই সমর্থনযোগ্য নয়। এরপরই নিজের এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন জেলাশাসক। বলেন, তিনি শুধু কর্তব্য পালন করতে গিয়েছিলেন। কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না । তবুও শেষ রক্ষা হলো না।
মুখ্যসচিবের নির্দেশেই দুই আইএএস অফিসারের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে। জেলাশাসকের হানা ও বিরূপ আচরণই নিয়ে তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন।

Advt

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...