‘নিজের জন্যও ভাবি না, আমি শুধু জিততে চাই’, ম‍্যাচের সেরা হয়ে বললেন পৃথ্বী

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের(Kkr) বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় দিল্লি ক‍্যাপিটালস( delhi capitals)। পৃথ্বী শাহের( prithvi shah) দুরন্ত ব‍্যাটিং এ ভর করেই এই জয় পায় ঋষভ পন্থের ( rishav panth) দল। দলের হয়ে পারফরম‍‍্যান্স করতে পেরে খুশি শাহ। ৪১ বলে ৮২ রান করেন পৃথ্বী। তবে শতরান না হওয়ায় হতাশ নন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে পৃথ্বী বলেন,” দলের হয়ে এই পারফরম‍্যান্স করতে পেরে খুশি। আমি স্কোরবোর্ডের দিকে তাকাই না। নিজের জন্যও ভাবি না। আমি শুধু জিততে চাই। প্রতি ম‍্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

এই মুহূর্তে ৭ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক‍্যাপিটালস। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি ক‍্যাপিটালস। রাহুলের পাঞ্জাবের বিরুদ্ধে জয় চাইছেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ।

আরও পড়ুন:অক্সিজেনের সঙ্কট মেটাতে সচিনের ১ কোটির অনুদান

Advt