Sunday, August 24, 2025

জুলাই-অগাস্টেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, আশঙ্কার কথা জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

দ্বিতীয় ঢেউয়ে আছড়ে পড়ায় বিপর্যস্ত ভারত। তারমধ্যে জুলাই-অগাস্ট মাসেই ফের আসছে করোনার তৃতীয় ওয়েভ। বৃহস্পতিবার এমনটাই জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি বলেন, মহামারিবিদদের কথায়, মহারাষ্ট্রে জুলাই-অগাস্টে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন, মহারাষ্ট্রে করোনার তৃতীয় ওয়েভ সামাল দিতে মেডিক্যাল সরঞ্জাম, অক্সিজেনের আগাম ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলছেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, মে মাসের পর সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার পর করোনা সংক্রমণ ফের বাড়তে পারে জুলাই ও অগাস্টে। আর সেইটা হবে করোনার তৃতীয় ঢেউ।

আরও পড়ুন-কেন্দ্র ও রাজ্যের ভ্যাকসিনের দামে কেন বৈষম্য? সরকারের নীতি নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

শুক্রবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬,১৫৯ । দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৭০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের নিরিখে বিশ্বে ভারতের আগে আমেরিকা।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে দেশে মোট মারা গিয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। একদিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। গোটা অতিমারি পর্বে ২৪ ঘণ্টায় এতজনের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও অবধি দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯।

Advt

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...