শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুতে রেকর্ড রাজ্যের, সংখ্যা জানলে চমকে উঠবেন

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।

রাজ্যে প্রতিদিন বাড়ছে সংক্রমের সংখ্যা। বাড়ছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৯৬ জনের। একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজার ৪১১ জনের। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৫৫।

কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯২৪ জন। এতদিন কলকাতাই ছিল সর্বোচ্চ সংক্রমিত এলাকা। গত একদিন থেকে যা পেরিয়ে গেল উত্তর ২৪ পরগণা। সেখানে একদিনে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ হাজার ৯৩২ জন। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের, উত্তর ২৪ পরগণায় কোভিডের বলি ২০। হাওড়া, বীরভূম, বর্ধমানেও উদ্বেগ বাড়ছে।

Advt