Tuesday, August 26, 2025

‘বাঙালি জিতে আবারও প্রমাণ করল যে তাঁদের কেনা যায় না’, মন্তব্য নচিকেতার

Date:

Share post:

তৃণমূল জিতছে। ভবিষ্যদ্বাণী আগেভাগেই করে ফেলেছিলেন। আজ, ২মে ফল ঘোষণার দিন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়ালেন নচিকেতা চক্রবর্তী। তাঁর সাফ মন্তব্য, “আজ বাঙালির আত্মশ্লাঘার দিন। বাঙালি জিতে আবারও প্রমাণ করল যে তাঁদের কেনা যায় না, বাংলা এখনও গুজরাত হয়ে যায়নি! যে দলটা ভারতকে প্রায় মুঠোবন্দি করে ফেলেছিল, তাঁরা বাংলাকে কবজা করতে পারেনি। আক্ষরিক অর্থেই এটা আমাদের বাঙালিদের জয়।” বিরোধীদের বিঁধে তিনি বলেন, “অনেকেই বলেছিলেন বর্তমান রাজ্য সরকারকে পাততাড়ি গুটিয়ে ঘরে ঢুকতে হবে। কিন্তু সেই বাঙালিই মমতাকে জেতাল। নবান্নে আবারও হাওয়াই চটি।”

গত ১ মাস ধরে বাংলায় মমতা শিবিরকে ফের ক্ষমতায় ফেরানোর আন্দোলনে শরীক হয়েছিলেন নচিকেতা। কাটমানি নিয়ে গান গেয়ে ঝড়ও তুলেছিলেন তিনি। তৃণমূলের হয়ে শহরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার করেছেন। আজ বাঙালির জয়কেই বড় করে দেখছেন নচিকেতা। রবিবার বেলা গড়াতেই যখন তৃণমূল ২০০ আসন পার করল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন গায়ক।
অন্যদিকে গেরুয়া শিবিরকে তোপ দেগে নচিকেতা বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রী হুইলচেয়ারে করেই বাংলা ঘুরলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে উন্নয়নের কথা বললেন। আর ভারত-কব্জা করা একটা দল দিল্লি-বাংলা যাতায়াত করতে করতেই প্রায় ৩০০ কোটি খরচ করে ফেলল। জানা গিয়েছে, প্রচারেও ঢেলেছে ২৫ হাজার কোটি। এই টাকা দিয়ে দু’-চারটে গাধা কিনলেও বাঙালিকে কেনা যায় না।”

Advt

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...