ফল প্রকাশের পরেও নন্দীগ্রাম নিয়ে বিতর্কের শেষ নেই। গণনায় কারচুপির অভিযোগে রবিবারই সরব হন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। জানালেন, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেই পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পেয়েছেন নন্দীগ্রামের (Nandigram) রিটার্নিং অফিসার।

কালীঘাটে সাংবাদিক বৈঠকে রিটার্নিং অফিসারের সঙ্গে এক ব্যক্তির মেসেজ (Messege) কথোপকথন তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। যেখানে বলা রয়েছে, ‘‘বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। পুনর্গণনার নির্দেশ দিলে প্রাণে মেরে ফেলা হতে পারে আমাকে। দয়া করুন। আমার বাড়িতে ছোট কন্যা রয়েছে”।

কার সঙ্গে রিটার্নিং অফিসারের ওই কথা হয়েছে, তা যদিও জানাননি মমতা। তবে বিষয়টি নিয়ে যে তাঁরা আদালতে যাবেন সেটা জানান তিনি। নন্দীগ্রামে ইভিএম (EVM)পাল্টে দেওয়া হয় বলেও অভিযোগ করেন মমতা। ভিভিপ্যাট, ব্যালট এবং ইভিএমের বিকৃতি ঘটানো হয়েছে কি না দরকারে তা ফরেনসিক তদন্ত করা হবে বলে জানান তৃণমূল নেত্রী।

শুধু তাই নয়, ভোটের সময় পুলিশের একাংশ বিজেপি-র হয়ে কাজ করেছেন বলেও অভিযোগ করেন মমতা। উদাহরণস্বরূপ তিনি কোচবিহারের পুলিশ সুপারের কথা উল্লেখ করেন।
