Friday, November 28, 2025

এই প্রথম বাবা-মেয়ের একসঙ্গে শপথ নেওয়ার দৃশ্য দেখল বিধানসভা, কী বললেন দুলাল- রত্না?

Date:

Share post:

রাজ্যে এই প্রথম বাবা এবং মেয়ের একসঙ্গে শপথ নেওয়ার দৃশ্য দেখল বিধানসভা। বৃহস্পতিবার একসঙ্গে বিধানসভায় শপথ নিলেন মহেশতলার তৃণমূলের দ্বিতীয়বারের বিধায়ক দুলাল দাস এবং বেহালা পূর্বের প্রথমবারের বিধায়ক মেয়ে রত্না চট্টোপাধ্যায়।

প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় শপথবাক্য পাঠ করান রত্না এবং তাঁর বাবা দুলাল দাসকে। সেই সময়ে গ্যালারিতে বসে ছিলেন রত্না-পুত্র ঋষি। তিনি দেখলেন মায়ের শপথগ্রহণ। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রথম বারই দিদি-র আস্থার মর্যাদা রাখতে পেরে ভালো লাগছে। এখন শুধুই বেহালার মানুষের আস্থার মর্যাদা দিতে চাই।’’

আরও পড়ুন  : দেশে নতুন প্রধানমন্ত্রীর জন্য সওয়াল, টুইট করে ট্রোলড স্বরা ভাস্কর

এদিন দুলাল দাস বলেন, ‘‘ভালোই লাগছে।” এদিন দুলাল রত্নাকে নিয়ে বলেন,” সবচেয়ে আনন্দ হচ্ছে আমার মেয়ে একটা ভালো কাজ করার জায়গা পেল বলে। গত তিন বছর ওঁর সঙ্গে যা হয়েছে, বাবা হিসেবে খুব কষ্ট পেয়েছি। ওকেও কষ্ট পেতে দেখেছি, লড়াই করতে দেখেছি। আশা করি, অতীত ভুলে বুড়ি (রত্না চট্টোপাধ্যায়ের ডাকনাম) বেহালা পূর্বের অসম্পূর্ণ কাজগুলো করবে।’’ তিনি আরও বলেন, “বিধানসভার ইতিহাসে প্রথম বাবা-মেয়ে হিসেবে আমরা শপথ নিলাম, এই বিষয়টা জানা ছিল না।”

Advt

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...