Saturday, November 15, 2025

কয়েক সেকেন্ডের মধ্যে ধরা পড়বে করোনা, ইজরায়েল থেকে যন্ত্র আনছেন মুকেশ

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ( second wave of Corona) ধাক্কায় কার্যত বেসামাল এবং বিপর্যস্ত ভারত। দিনকে দিন সংক্রমণ বাড়ছে (India in distress condition)। কিন্তু বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। যাদের মধ্যে অন্যতম ইজরায়েল (Israel)। সেই দেশ থেকেই এবার বিশেষ মেশিন ও প্রশিক্ষিত একটি টিম ভারতে নিয়ে আসছে মুকেশ আম্বানির(Mukesh ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance industries limited)। কারো শরীরে করোনা সংক্রমণ হয়ে থাকলে মুহূর্তের মধ্যেই ধরা পড়বে সেই মেশিনে। কেউ সংক্রমিত হয়ে থাকলে একদম প্রাথমিক পর্বে তা ধরা পড়ে যাবে। দ্রুত রোগ নির্ণয় এবং নিরাময় করা সম্ভব হবে। ছড়িয়ে পড়ার ভয় থাকবে কম।

ইজরায়েলের একটি স্টার্ট আপ সংস্থা থেকে বিশেষজ্ঞদের একটি টিমকে ভারতে আসার জন্য আর্জি জানিয়েছে রিলায়েন্স। তাঁরা ভারতে এসে বিশেষ প্রশিক্ষণ দিতে পারবেন। ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার খরচ হবে এই টিমকে আনতে। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দ্রুত করোনা চিহ্নিত করার  কাজেও তারা সাহায্য করতে পারেন।কোভিড আইডেন্টিফিকেশন সলিউশন’ মেশিন বসিয়ে দিয়ে যাবেন তাঁরা। ভারতে এই কাজে আসার জন্য ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে ‘ব্রেথ অফ হেল্থ’ নামে ওই ইজরায়েলি সংস্থা। তবে এই মুহূর্তে ইজরায়েলের নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিকল্প পদ্ধতি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। ওই সংস্থার তৈরি ‘কোভিড ১৯ ব্রেথ টেস্টিং সিস্টেম’ টি পাওয়ার জন্য গত জানুয়ারিতে দেড় কোটি ডলারের চুক্তি করেছে রিলায়েন্স। চুক্তি অনুযায়ী ওই সংস্থা থেকে কয়েক’শ যন্ত্র কিনবে রিলায়েন্স। একেকটি কোটি টাকা দামের ওই সব মেশিে এক মাসে কয়েক লক্ষ টেস্ট করতে পারবে। ইজরায়েলি ওই সংস্থা জানিয়েছে, তাদের ওই মেশিনে ৯৫ শতাংশ সঠিক তথ্য ধরা পড়ে। ইজরায়েলের দুটি হাসপাতালে এই মেশিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। তাতে ৯৮ শতাংশ পর্যন্ত সঠিকভাবে ভাইরাস চিহ্নিত করা যাচ্ছে।

Advt

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...