Thursday, November 13, 2025

‘বারমুডা পরুন দিদি’, দিলীপের মন্তব্যের জেরে এবার মামলা দায়ের

Date:

Share post:

‘বারমুডা’ পরে সভা করুন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যেই এই কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ বার ওই মন্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে পুরুলিয়ার মানবাজারে এফআইআর দায়ের করা হল। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই বিজেপি-র রাজ্য সভাপতি এবং মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে মানিকতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

দিলীপের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে পুরুলিয়ার বোরো থানায়। অভিযোগ দায়ের করেছেন মানবাজার দুই ব্লকের তৃণমূল সভাপতি সুজিত কুমার মাহাতো। যে সভা থেকে ওই মন্তব্য করেছিলেন দিলীপ সেখানকার ভিডিও’র ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- ‘নিরপেক্ষতা’ ও ‘মূল্যবোধ’ নিয়ে প্রশ্ন তুলে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনের আইনজীবী

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার দিনই পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পায়ে চোট পেয়েও দমে যাননি তৃণমূল সুপ্রিমো। ভাঙা পায়েই পৌঁছে গিয়েছেন মানুষের কাছে। জেলায় জেলায় সভা করেছেন হুইলচেয়ারে বসেই। কিন্তু গত ২৩ মার্চ বান্দোয়ান বিধানসভার বোরো হাটতলা ময়দানে প্রকাশ্য জনসভায় মমতার পায়ে আঘাত নিয়ে দিলীপ বলেন, ‘‘প্লাস্টার কাটা হয়ে গেল। ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। আর পা তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা আর একটা খোলা। এই রকম করে শাড়ি পরতে আমি কাউকে কখনও দেখিনি। যদি পা-টা বার করেই রাখবেন, তবে শাড়ি কেন, বারমুডা পরতে পারেন। তা হলে পা পরিষ্কার দেখা যায়।’’ দিলীপের এই মন্তব্যে বিস্তর জলঘোলা হলেও নিজের বক্তব্য থেকে সরে আসেননি বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন- সন্ত্রাসের অজুহাতে স্পিকার নির্বাচন বয়কট গণতন্ত্রের অপমান, বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

Advt

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...