দিল্লির সব সাংবাদিককে বিনামূল্যে করোনার টিকা দেবে কেজরিওয়াল সরকার

রাজধানীর সব সাংবাদিককে (coronavirus vaccination for all journalist) বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়াল সরকার (Chief minister Arvind Kejriwal)। যিনি মাধ্যমেরই বা যে কোনও রকমের সাংবাদিক হোন না কেন, তাঁকে বিনামূল্যেই টিকা(totally free vaccination) দেওয়া হবে। আর সেই খরচ বহন করবে রাজ্য সরকার। শুক্রবার এ কথা জানিয়েছে কেজরিওয়াল সরকার।

দিল্লি সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সকল সংবাদ মাধ্যমের কর্মীদের টিকা দিতে একটি বিশেষ কর্মসূচি নেওয়া যাবে। ইলেকট্রনিক, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের শামিল করা হবে এই কর্মসূচিতে। কবে থেকে সাংবাদিকদের টিকাকরণ কর্মসূচি শুরু হবে তা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে এ দিন জানানো হয়েছে।

Previous article‘নিরপেক্ষতা’ ও ‘মূল্যবোধ’ নিয়ে প্রশ্ন তুলে ইস্তফা দিলেন নির্বাচন কমিশনের আইনজীবী
Next article‘বারমুডা পরুন দিদি’, দিলীপের মন্তব্যের জেরে এবার মামলা দায়ের