Wednesday, November 12, 2025

কাজ হারিয়েছেন ৭০ লক্ষ, বেকারত্ব বাড়বে আরও, করোনার ধাক্কায় বেহাল জনজীবন ও অর্থনীতি

Date:

Share post:

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকেই করোনাভাইরাসের দ্বিতীয় ( second wave of coronavirus) ঢেউ আছড়ে পড়েছে ভারতে।ইতিমধ্যেই প্রায় ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন (70 lakh people lost their job)। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে, এখন সবেমাত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তার মধ্যেই বেকারত্বের হার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারা একই থাকবে। অর্থাৎ কর্মহীন হবে আরও বহু মানুষ। ২০২১ সালের মার্চ মাসে বেকারত্ব বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। এপ্রিলে তা বেড়ে হয়েছে ৮ শতাংশ।করোনা অতিমারির প্রভাবে ভারতের অর্থনীতিকে ক্রমেই গ্রাস করছে মন্দা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। সেখানে অর্থনীতির থেকেও প্রাধান্য দেওয়া হয়েছে জনজীবনের সুরক্ষার উপরে। কিছু রাজ্য আবার পুরোপুরি লকডাউন করেনি। নানা রকম বিধিনিষেধ জারি হয়েছে। ফলে ধাক্কা খেয়েছে অর্থনীতি। যার প্রভাব পড়েছে জীবন ও জীবিকায়। গত বছর করোনার প্রকোপে চাকরি হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। চলতি বছর দ্বিতীয় ঢেউয়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের সেই ছায়া। এবারও সেই একই পরিস্থিতির মুখে পড়ার ভয়ে ইতিমধ্যেই শহর ছাড়তে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কর্মজীবনও অনিশ্চিত। সমীক্ষা বলছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসের পর ২০২১ সালের মার্চে কর্মসংস্থান সর্বাধিক দ্রুত গতিতে হ্রাস পেয়েছে। এক সমীক্ষায় এই তথ্য দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণারত সংস্থা আইএইচএস মার্কিট (IHS Markit)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কনজিউমার কনফিডেন্স সার্ভে একই ছবি তুলে ধরেছে। অর্থাৎ গত বছরের পর এবারও জীবন-জীবিকা অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে। এখন ক্রমেই আশঙ্কা দানা বাঁধছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব না জানি কত ভয়ঙ্কর হবে

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...