Thursday, November 13, 2025

কাজ হারিয়েছেন ৭০ লক্ষ, বেকারত্ব বাড়বে আরও, করোনার ধাক্কায় বেহাল জনজীবন ও অর্থনীতি

Date:

Share post:

চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকেই করোনাভাইরাসের দ্বিতীয় ( second wave of coronavirus) ঢেউ আছড়ে পড়েছে ভারতে।ইতিমধ্যেই প্রায় ৭০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন (70 lakh people lost their job)। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে, এখন সবেমাত্র মে মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তার মধ্যেই বেকারত্বের হার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধারা একই থাকবে। অর্থাৎ কর্মহীন হবে আরও বহু মানুষ। ২০২১ সালের মার্চ মাসে বেকারত্ব বৃদ্ধির হার ছিল ৫.৬ শতাংশ। এপ্রিলে তা বেড়ে হয়েছে ৮ শতাংশ।করোনা অতিমারির প্রভাবে ভারতের অর্থনীতিকে ক্রমেই গ্রাস করছে মন্দা।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। সেখানে অর্থনীতির থেকেও প্রাধান্য দেওয়া হয়েছে জনজীবনের সুরক্ষার উপরে। কিছু রাজ্য আবার পুরোপুরি লকডাউন করেনি। নানা রকম বিধিনিষেধ জারি হয়েছে। ফলে ধাক্কা খেয়েছে অর্থনীতি। যার প্রভাব পড়েছে জীবন ও জীবিকায়। গত বছর করোনার প্রকোপে চাকরি হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। চলতি বছর দ্বিতীয় ঢেউয়ে দীর্ঘ হচ্ছে বেকারত্বের সেই ছায়া। এবারও সেই একই পরিস্থিতির মুখে পড়ার ভয়ে ইতিমধ্যেই শহর ছাড়তে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের কর্মজীবনও অনিশ্চিত। সমীক্ষা বলছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসের পর ২০২১ সালের মার্চে কর্মসংস্থান সর্বাধিক দ্রুত গতিতে হ্রাস পেয়েছে। এক সমীক্ষায় এই তথ্য দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণারত সংস্থা আইএইচএস মার্কিট (IHS Markit)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কনজিউমার কনফিডেন্স সার্ভে একই ছবি তুলে ধরেছে। অর্থাৎ গত বছরের পর এবারও জীবন-জীবিকা অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে। এখন ক্রমেই আশঙ্কা দানা বাঁধছে, তৃতীয় ঢেউয়ের প্রভাব না জানি কত ভয়ঙ্কর হবে

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...