Sunday, January 11, 2026

পঞ্চায়েত ভোটে গেরুয়া ফিকে হতেই বেলাগাম হিংসা যোগীরাজ্যে, মৃত ৬, আহত বহু

Date:

Share post:

বঙ্গে ভোট-পরবর্তী হিংসাকে(post poll violation) হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। জাতীয় মঞ্চে সদ্য ক্ষমতায় আসা তৃণমূল সরকারকে অপদস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে ফেক ভিডিও(fake video)। অথচ ভোট-পরবর্তী হিংসায় খোদ গেরুয়া শিবিরের “পোস্টার বয়” যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। পঞ্চায়েত নির্বাচন(Panchayat election) শেষ হতেই উত্তরপ্রদেশের শুরু হয়েছে বেলাগাম হিংসা। বেছে বেছে নিশানা করা হচ্ছে বিরোধীদের। এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে এই হিংসার বলি হয়েছেন ৬ জন, আহত বহু রাজনৈতিক কর্মী। গোটা ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষে বিঁধেছেন মায়াবতী, অখিলেশ যাদবের মত বিরোধী নেতৃত্বরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক ধাক্কা খেয়েছে বিজেপি শিবির। এরপরই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বিরোধীদের জয়ী’ এলাকা গোরক্ষপুর, দেওরিয়া, আজমগড়, জৈনপুর। বিরোধী দলের বহু জয়ী প্রতিনিধিকে মারধোর করা হচ্ছে বলে অভিযোগ। বাদ যাচ্ছে না তাদের পরিবার। ঘটনার জেরে এখনো পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। হিংসা ছড়ানোর অভিযোগে প্রায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় ৭ লক্ষ ২৮ হাজার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬২১ জনকে। বেলাগাম পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আবেদন জানিয়েছেন মায়াবতী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

আরও পড়ুন:৫০ হাজার কোটি খরচ করে সংসদ ভবন হচ্ছে, কিন্তু ৩০ হাজার কোটি দিয়ে ভ্যাকসিন কিনবে না : মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার ছবি উঠে এসেছে। আর এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ছড়ানো হচ্ছে শয়ে শয়ে ভুয়ো ছবি ও ভিডিও। খোদ বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে রাজনৈতিক হিংসার যে ভিডিও বিজেপি প্রকাশ করে সেখানেও দেখানো হয়েছে ভুয়ো ছবি। বাংলায় ভোট-পরবর্তী হিংসাকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন করছে গেরুয়া বাহিনী। হিংসা না থামলে কোনও বিধায়ক বিধানসভা যাবেন না বলে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। বাংলাকে হাতিয়ার করে জাতীয় মঞ্চে যখন কেন্দ্রীয় নেতারা মেতে উঠেছে ঠিক তখনই ভয়াবহ রাজনৈতিক হিংসায় তেতে উঠল যোগীর রাজ্য উত্তর প্রদেশ। তবে কেন্দ্রীয় বিজেপি নেতারা এ প্রসঙ্গে ‘টু শব্দ’টি করতে নারাজ।

Advt

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...