Wednesday, November 5, 2025

পাঁচ রাজ্যেই ভরাডুবি, ফের প্রশ্নের মুখে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্ব

Date:

Share post:

সদ্যসমাপ্ত পাঁচ রাজ্যের ভোটে দলের ভরাডুবির জেরে ফের কংগ্রেসের অন্দরে দল পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে৷

শুধু বাংলায় নয়, সদ্য শেষ হওয়া ৫ রাজ্যের নির্বাচনেই খুব খারাপ ফল করেছে কংগ্রেস। বাংলায় কোনও আসনেই জিততে পারেনি কংগ্রেস (Congress)৷ পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও দল সেভাবে সাফল্য পায়নি। এই ফলের পরই সোনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পতনের দায় নিয়ে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তদানীন্তন সভাপতি রাহুল গান্ধী (RahulGandhi)। এরপর কার্যত বাধ্য হয়ে দলের ভার কাঁধে তুলে নেন UPA চেয়ারপার্সন অসুস্থ সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এই মুহুর্তে তিনি অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে রয়েছেন। এদিকে আগামী জুন মাসে সম্ভবত কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে। সাম্প্রতিক এই ফলাফলের পর ফের দলের নির্বাচিত সভাপতির দাবি উঠেছে৷ বেশ কিছুদিন ধরেই এআইসিসি’র একাধিক শীর্ষ নেতা দলের সভাপতি পদে নির্বাচনের দাবি জানিয়ে চলেছেন৷ কোনওক্রমে সেই দাবি ঠেকাতে জুন মাসে দলীয় নির্বাচনের কথা ঘোষণা করা হয়৷ দলের একাংশ রাহুল গান্ধীকে ফের দলের সভাপতি হিসেবে চাইছে। কিন্তু রাহুল এখনও পর্যন্ত রাজি হননি৷

এদিকে, কী কারণে ৫ রাজ্যেই এই লজ্জাজনক ফল হলো, তা খতিয়ে দেখতে আগামী ১০ মে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি (CWC)। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কেন দল একটিও আসন পেল না, তা নিয়ে ওই বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে৷ দলের এমন পরাজয় প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেছেন, “পাঁচ রাজ্যে আমাদের দলের ফল খুবই হতাশাজনক এবং অপ্রত্যাশিত। কেন এমন ফল হল, তা খতিয়ে দেখবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।” কংগ্রেসের সংসদীয় দলের এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে তিনিএ কথা বলেছেন৷ একইসঙ্গে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে (Narendra Modi ) নিশানা করেছেন সোনিয়া গান্ধী। মোদিকে কটাক্ষ করে সোনিয়া গান্ধী বলেছেন, “এই সরকারের আমলে দেশ ডুবছে৷ করোনা সংকট মোকাবিলায় এমন একজন নেতার প্রয়োজন, যাঁর দূরদর্শিতা রয়েছে৷”

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...