Sunday, August 24, 2025

‘করোনা রোখার থেকে টুইট মুছতে বেশি ব্যস্ত মোদি, ক্ষমাযোগ্য নয়’, জানালো LANCET journal

Date:

Share post:

লজ্জায় মাথা কাটা যাচ্ছে ভারতের !

বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট, LANCET journal-এর ৮ মে সংখ্যার সম্পাদকীয়তে লেখা হলো, “ভারতে করোনা রোখার থেকে টুইট মুছতে বেশি ব্যস্ত মোদি সরকার”৷
ল্যানসেট লিখেছে, “মোদির (Narendra Modi) এই ভূমিকা ক্ষমাযোগ্য নয়”৷

করোনা (coronavirus) ঠেকাতে মোদি সরকারের চরমতম ব্যর্থতা এবার ‘ল্যানসেট’-এর (lancet jornal) নিশানায়। বিশ্বের অন্যতম সেরা মেডিক্যাল জার্নাল, ‘ল্যানসেট’-এর চলতি সংখ্যার সম্পাদকীয় লিখেছে, করোনা আবহে সংক্রমণ ঠেকানোর থেকে টুইট মুছতে বেশি আগ্রহ দেখিয়েছে মোদি সরকার। পাশাপাশি মোদি সরকারের এই মনোভাব ‘ক্ষমাযোগ্য নয়’ বলেও উল্লেখ করা হয়।

‘ল্যানসেট’- এ প্রকাশিত সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, “১ আগস্টের মধ্যে দেশে করোনার জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ মিলিয়ন। এবং এই ঘটনা ঘটলে তা হবে মোদি সরকারের ব্যর্থতায়”৷ সম্পাদকীয়তে লেখা হয়েছে, মোদি সরকার নিজেরাই এই জাতীয় বিপর্যয় ডেকে এনেছে, এই অপরাধের জন্য দায়বদ্ধ থাকবে নরেন্দ্র মোদির সরকার”৷

সম্পাদকীয়তে বলা হয়েছে, জমায়েতের কারনে করোনা ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে৷ কিন্তু তা জেনেও ধর্মীয় এবং রাজনৈতিক সমাগমের ঢালাও অনুমতি দেওয়া হয়েছে। ল্যানসেট-এ লেখা হয়েছে, “করোনা আবহে ভারতের দুর্দশা সহ্য করা যায় না। হাসপাতালে বেড নেই, স্বাস্থ্যকর্মীরা ক্লান্ত। দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন ভারত করোনার বিরুদ্ধে জয়ের পথে রয়েছে। সরকারের মনোভাব ছিল যে ভারত করোনাকে হারিয়ে দিয়েছে। তবে দেশের মাত্র ২১ শতাংশ মানুষের শরীরেই করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি ছিল।”

আরও পড়ুন:অনুপ্রেরণা মমতা, প্রাপ্তির আশায় স্যানিটাইজার স্প্রে গান হাতে দার্জিলিঙে ঘুরছেন বিমল গুরুং

ল্যানসেট-এর অভিযোগ, প্রাথমিক সাফল্যের পর ভারতের কোভিড টাস্কফোর্স বহু মাস বৈঠকেও বসেনি। পাশাপাশি টিকাকরণ নিয়েও ভারত সরকারকে তোপ দেগেছে ল্যানসেট। বলেছে, ভারতে এখনও পর্যন্ত মাত্র ২ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

ভারতের এই আতঙ্কজনক পরিস্থিতিতে মেডিকেল জার্নাল ‘ল্যানসেট’ কার্যত ধুইয়ে দিয়েছে মোদি সরকারকে৷

Advt

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...