Monday, November 10, 2025

গোহারা হেরে রাজনীতি থেকে পাততাড়ি গুটিয়ে এবার শুটিংয়ে ফিরছেন রুদ্রনীল

Date:

Share post:

একের পর এক রং পাল্টে শেষে গেরুয়া রং ধরেছিলেন রুদ্রনীল ঘোষ(rudranil Ghosh)। চ্যাটার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপি(BJP) যোগের পর প্রার্থী হয়েছিলেন ভবানীপুর বিধানসভা(Bhawanipur assembly) কেন্দ্র থেকে। তবে রং বদলাতে পারদর্শী এই অভিনেতাকে ভরসা করতে পারেননি ভবানীপুরের জনগণ। নির্বাচনী লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে নিজের চেনা রাস্তায় ফিরছেন রুদ্রনীল। তিনি জানিয়ে দিলেন, “এবার শুটিং ফ্লোরে ফিরব।”

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল বলেন, ‘নির্বাচন খানিকটা দুর্গাপুজোর মত। এক একজন নিজেদের থিম অনুযায়ী মণ্ডপ সাজান। পুজোর প্রচার করেন। প্রতিযোগীতাও চলে। কেউ প্রথম হয়.. কেউ দ্বিতীয়। প্রতিমা নিরঞ্জন হয়ে গেলে আবার সবাই নিজের কাজে ফেরে। আমিও যেমন এবার শ্যুটিং ফ্লোরে ফিরব।’ প্রসঙ্গত, বিজেপিতে যোগদান ও ভবানীপুরের প্রার্থী হওয়ার পর একাধিক সংবাদ মাধ্যমে রুদ্রনীলের দাবি ছিল এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে পরাজিত করবেন তিনি। কারণ হিসেবে তিনি তুলে ধরেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ বিরক্ত। যদিও নির্বাচনের পর ফলাফল বের হতে দেখা যায়। শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন রুদ্রনীল। সংখ্যাটা প্রায় ২৯ হাজার ভোট। অতঃপর রাজনীতির এবড়োখেবড়ো পথ সরিয়ে এবার চেনা রাস্তায় হাঁটার প্রস্তুতি নিয়ে নিলেন রুদ্রনীল।

আরও পড়ুন:মুখ পুড়ল কেন্দ্রের, অক্সিজেনের সমস্যা মেটাতে টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট

এদিকে নির্বাচনী হারের পর দলীয় কোন্দলে তপ্ত হয়ে উঠেছে গেরুয়া শিবির। হারের দায় দিলীপ কৈলাসদের উপর চাপিয়ে তারকা প্রার্থীদের টিকিট দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। হারের জেরে দলের অন্দরে যখন ক্ষোভ-বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিপুল পরাজয়ের জেরে গেরুয়া শিবির যখন রীতিমতো উত্তাল তখন বিজেপি থেকে নিজেকে কার্যত সুইচ অফ করে চুপিসারে নিজের চেনা ময়দানে ফিরে এলেন রুদ্রনীলের মতো তারকারা।

Advt

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...