বারাকপুরে ২০০- ২৫০ বেডের একটি কোভিড হাসপাতাল চালু করার উদ্যোগ নিয়েছেন ওই এলাকার সদ্য নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আজ, রবিবার টিটাগড়ের একটি বন্ধ থাকা হাসপাতাল পরিদর্শনে যাবেন রাজ চক্রবর্তী৷ পরিকাঠামো মোটামুটি থাকলে ওই বন্ধ থাকা হাসপাতালকে কোভিড হাসপাতাল বানাতে চান রাজ।

ফেসবুক পোস্ট করে রাজ লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১০৮ বারাকপুর বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং এর পর আমরা একটি যথার্থ সিদ্ধান্তে পৌঁছেছি যে খুব শীঘ্রই মানুষকে বিনামূল্যে আমরা এই পরিষেবা দিতে সক্ষম হবো।”

আরও পড়ুন-যেদিন তিনি ২৬ বছর পূর্ণ করেন, সেদিনই প্রথম আত্মীয়দের মধ্যে পালিত হয় রবীন্দ্র- জন্মদিন

বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পরই নিজের বিধানসভা কেন্দ্রে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিয়েছেন রাজ চক্রবর্তী। একইসঙ্গে ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল চিলু করারও উদ্যোগ নিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বারাকপুরের দিশা হাসপাতালের উল্টোদিকে ঘুসিপাড়া এলাকায় বন্ধ থাকা হাসপাতালটিকেই কোভিড হাসপাতাল বানাতে চাইছেন তিনি৷ সে কারনেই রবিবার জায়গাটি পরিদর্শনে যাবেন তিনি। এই বন্ধ হাসপাতালটিকে দ্রুত কীভাবে কোভিড হাসপাতালে পরিণত করা যায়, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলেছেন বিধায়ক রাজ৷ পরিকাঠামোগত সমস্ত কিছু খতিয়ে দেখার পর যদি মনে হয়, সেটিকে কোভিড হাসপাতালে পরিণত করা যাবে, তাহলে দ্রুত পদক্ষেপ করা হবে বলে বিধায়ক জানিয়েছেন। জানা গিয়েছে স্থান পরিদর্শনে রাজ চক্রবর্তীর সঙ্গে থাকবেন জেলাশাসক, বারাকপুরের পুলিশ কমিশনার, এসডিও, সিএমওএইচ ও অনান্য প্রশাসনিক আধিকারিকরা।











