Wednesday, November 12, 2025

পূর্ব শাখায় বাতিল ১৬ টি দূরপাল্লার ট্রেন, স্পেশাল ট্রেন চলবে শুধুমাত্র পশ্চিম ডিভিশনে

Date:

Share post:

করোনা আবহে বেসামাল দেশের পরিস্থিতি। পূর্ব শাখায় বন্ধ হয়েছে রেল পরিষেবা। এরই মাঝে পশ্চিম রেল(Western Railway) ডিভিশনে যাত্রীদের সুবিদার্থে কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। এই বিষয়ে রেলের তরফে বলা হয়েছে, ভিড় কমাতে ও যাত্রীদের সুবধা দিতেই স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ট্রেনগুলি উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রের মধ্যেই চলবে। আজ অর্থ্যাৎ ৯ মে থেকে বুকিং শুরু হয়ে গিয়েছে। এছাড়াও বাকি ট্রেনগুলিতে ১০ মে থেকে বুকিং শুরু হবে। যাত্রীরা পিআরএস(PRS) কাউন্টার বা আইআরসিটিসি(IRCTC) ওয়েবসাইট থেকে আগামী ১২ তারিখ পর্যন্ত বুকিং করোতে পারবেন বলে জানানো হয়েছে।
পাশাপাশি রেলের তরফে এও জানানো হয়েছে ,শুধুমাত্র কনফার্ম টিকিট যাঁদের থাকবে, তারাই ট্রেনে সফর করতে পারবেন। এছাড়াও ট্রেনে ওঠা থেকে শুরু করে গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত মাস্ক ও স্যানিটাইজার মাস্ট। সেসঙ্গে মানতে হবে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
এদিকে, ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে পূর্ব শাখার ১৬ টি দুরপাল্লার ট্রেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যাত্রীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে ট্রেন চালানো ব্যয়সাধ্য হয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রের দাবি। একনজরে দেখে নিন কী কী ট্রেন বাতিল করা হয়েছে:
০২০১৯ এবং হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস
০২০২০ হাওড়া – রাঁচি (রুট- দুর্গাপুর, আসানসোল, ধনবাদ, বোকারো স্টিল সিটি)
০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস
০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস
০৩১১৭০০০ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস
০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল
০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ -রামপুরহাট
এছাড়া জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে

Advt

spot_img

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...