Wednesday, May 7, 2025

পূর্ব শাখায় বাতিল ১৬ টি দূরপাল্লার ট্রেন, স্পেশাল ট্রেন চলবে শুধুমাত্র পশ্চিম ডিভিশনে

Date:

Share post:

করোনা আবহে বেসামাল দেশের পরিস্থিতি। পূর্ব শাখায় বন্ধ হয়েছে রেল পরিষেবা। এরই মাঝে পশ্চিম রেল(Western Railway) ডিভিশনে যাত্রীদের সুবিদার্থে কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। এই বিষয়ে রেলের তরফে বলা হয়েছে, ভিড় কমাতে ও যাত্রীদের সুবধা দিতেই স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ট্রেনগুলি উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রের মধ্যেই চলবে। আজ অর্থ্যাৎ ৯ মে থেকে বুকিং শুরু হয়ে গিয়েছে। এছাড়াও বাকি ট্রেনগুলিতে ১০ মে থেকে বুকিং শুরু হবে। যাত্রীরা পিআরএস(PRS) কাউন্টার বা আইআরসিটিসি(IRCTC) ওয়েবসাইট থেকে আগামী ১২ তারিখ পর্যন্ত বুকিং করোতে পারবেন বলে জানানো হয়েছে।
পাশাপাশি রেলের তরফে এও জানানো হয়েছে ,শুধুমাত্র কনফার্ম টিকিট যাঁদের থাকবে, তারাই ট্রেনে সফর করতে পারবেন। এছাড়াও ট্রেনে ওঠা থেকে শুরু করে গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত মাস্ক ও স্যানিটাইজার মাস্ট। সেসঙ্গে মানতে হবে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
এদিকে, ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে পূর্ব শাখার ১৬ টি দুরপাল্লার ট্রেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যাত্রীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে ট্রেন চালানো ব্যয়সাধ্য হয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রের দাবি। একনজরে দেখে নিন কী কী ট্রেন বাতিল করা হয়েছে:
০২০১৯ এবং হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস
০২০২০ হাওড়া – রাঁচি (রুট- দুর্গাপুর, আসানসোল, ধনবাদ, বোকারো স্টিল সিটি)
০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস
০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস
০৩১১৭০০০ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস
০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল
০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ -রামপুরহাট
এছাড়া জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে

Advt

spot_img

Related articles

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...