‘আক্রান্তদের’ নামে দিল্লিতে বসে অনলাইনে লক্ষ লক্ষ টাকা তুলছে বিজেপি নেতা, চাঞ্চল্য

‘আক্রান্তদের পাশে দাঁড়ানো’র মোড়কে অনলাইনে (Online) লক্ষ লক্ষ টাকা তুলছে বিজেপি৷ দিল্লিতে বসে এই কাজ করছেন বাংলার ভোটে পরাজিত এক বিজেপি (BJP) প্রার্থী৷ গেরুয়া শিবিরে তিনি পরিচিত একজন ‘থিঙ্ক ট্যাঙ্ক’ হিসাবে৷ সংগ্রহ করা এই অর্থ নাকি ‘আক্রান্ত’ কর্মীদের কাছে পৌঁছবে বলে দাবি করেছেন তিনি৷

এই অর্থ সংগ্রহে (Money Collection) ওই পরাজিত প্রার্থীর সঙ্গে হাত মিলিয়েছেন দিল্লির এক বিজেপি নেতা, ইতিমধ্যেই যিনি কুখ্যাতি অর্জন করেছেন নানা ধরনের কু-কথা বলে৷ এই ঘটনা নিয়ে বঙ্গ-বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।

সদ্যসমাপ্ত বাংলার নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। বঙ্গ- নির্বাচনে জিততে বিজেপি অনৈতিকভাবে কয়েকশো কোটি টাকা খরচ করেছিল বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। শোচনীয় পরাজয়ের লজ্জা ঢাকতে বিজেপি বাংলাজুড়ে সন্ত্রাসের অভিযোগ তুলে দৃষ্টি ঘোরানোর খেলায় নেমেছে৷
আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে আসরে নেমেছেন বোলপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হওয়া অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly) ৷ মূলত দিল্লিনিবাসী অনির্বাণ ভোটের ফলপ্রকাশের পরদিনই বাংলা ছেড়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন৷ এই অনির্বাণকে জেতাতে বোলপুরের বিজেপি কর্মী-সমর্থকরা যথেষ্ট পরিশ্রম করেছিলেন৷ আর
অনির্বাণ ভোটের পর কর্মী-সমর্থকদের পাশে না দাঁড়িয়ে দিল্লিতে গা-ঢাকা দিয়েছেন যথারীতি৷ প্রার্থী এভাবে বেপাত্তা হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বোলপুর তথা বীরভূমের বিজেপি নেতা-কর্মীরা৷

কিন্তু তাতে হেলদোল নেই পরাজিত ওই প্রার্থীর ৷ দিল্লিতে বসে বাংলার ‘আক্রান্ত’-দের পাশে দাঁড়ানোর মোড়কে অনলাইনে অর্থ সংগ্রহ বা ক্রাউড-ফাণ্ডিং’ শুরু করেছেন৷ ইতিমধ্যেই সংগ্রহ করে ফেলেছেন ৪৭ লক্ষ টাকা৷ আর এই কাজে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছেন দিল্লির ‘কুখ্যাত’ বিজেপি নেতা কপিল শর্মা (Kapil Sarma)৷

এভাবে লক্ষ লক্ষ টাকা তোলার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্নও উঠেছে একাধিক৷

১) ওই দু’জনকে এভাবে লক্ষ লক্ষ টাকা তোলার অনুমোদন আদৌ দিয়েছে বিজেপি ?

২) কেন্দ্রের শাসক দলের তহবিলে কি টান পড়েছে?‌ না’কি বাংলার কর্মীদের জন্য এক পয়সাও খরচ করতে নারাজ বিজেপির শীর্ষ মহল?

৩) বাংলায় উড়ে এসে প্রার্থী হওয়া দিল্লির বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় যে টাকা তুলেছেন, সেই টাকা বাংলার কর্মীদের হাতে পৌঁছাবে কীভাবে?

আক্রান্তদের নাম সামনে এনে বিজেপি যেভাবে বিপুল পরিমান টাকা তুলছে, তার তদন্তেরও দাবি উঠেছে ইতিমধ্যে ৷

Advt

Previous articleমায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃদিবস পালন সৌরভ, সচিন, সহবাগদের
Next articleপূর্ব শাখায় বাতিল ১৬ টি দূরপাল্লার ট্রেন, স্পেশাল ট্রেন চলবে শুধুমাত্র পশ্চিম ডিভিশনে