শীতলকুচি কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান সহ ২ অফিসারকে তলব করল সিআইডি

শীতলকুচি কাণ্ডে ২ অফিসার সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করল সিআইডি। মঙ্গলবারই তাঁদের ভবানী ভবনে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানালে সিআইডির কর্তারা তা খারিজ করে দেন। মঙ্গলবার ভবানী ভবনে সশরীরে ৬ জনকে হাজিরা দিতে বলা হয়েছে।

শীতলকুচির ঘটনায় সিআইডির দফতরে সেক্টর অফিসার এএসআই রফা বর্মন,কুইক রেসপন্স টিম এর দায়িত্বে থাকা এএসআই সুব্রত মণ্ডল তলব করা হয়েছে। পাশাপাশি মাথাভাঙ্গা থানার IC কেও ডাকা হয়েছে সিআইডি দফতরে।

আরও পড়ুন-কয়লা-পাচার কাণ্ড: বিধাননগরে লালার বাড়ি বাজেয়াপ্ত করল সিবিআই

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ জনের। শীতলকুচিতে গুলি চলার ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Advt

Previous articleগ্রামাঞ্চলে করোনা প্রতিরোধে টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
Next articleভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের প্রশংসায় কোর্ট