Friday, August 22, 2025

রাজ্যে বিজেপি’র বিধায়ক কমছে, সাংসদ-ই থাকবেন নিশীথ- জগন্নাথ

Date:

Share post:

বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদেই থাকবেন বিজেপি’র নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এর ফলে রাজ্য বিধানসভায় বিজেপির (BJP) বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে ৭৫ হতে চলেছে৷
বিজেপি সূত্রের খবর, গত শনিবার দিল্লিতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনার পরেই এই  সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব এমনই চেয়েছিলেন৷ কারন, এই মুহুর্তে সাংসদ (MP) পদে ইস্তফা দিলে ওই দুই আসনে বিজেপির জিতে আসা কার্যত অসম্ভব৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও লোকসভার দুই আসনে বিজেপির পরাজয় হলে বিজেপির অস্বস্তি বাড়বে৷ তার থেকে
সহজ বিধায়ক (MLA) পদে ইস্তফা দেওয়া৷ এতে দিল্লির দুশ্চিন্তা থাকবেনা মোদির পিছনে দুই সাংসদ কমে যাওয়ার৷
সেই কারনেই বিজেপির শীর্ষস্তরের নির্দেশ, নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার ( Nisith & Jagannath) এখনই ছেড়ে দেবেন যথাক্রমে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ। সোমবার কলকাতায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে এই বিষয়ে কেউ মুখ না খুললেও দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার চিন্তা  করেছে বিজেপি।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে লোকসভার ৪ সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। এই ৪ জনের  মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন। ওদিকে মাত্র ৫৯ ভোটের ব্যবধানে তৃণমূলের উদয়ন গুহকে হারিয়ে দিনহাটা থেকে বিধায়ক হয়েছেন নিশীথ। আর শান্তিপুরে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ১৫,৮৭৮ ভোটে জয়ী হয়েছেন৷  বিজেপি-র সব  বিধায়ক বিধানসভায় গিয়ে শপথ নিলেও সেই তালিকায় ছিলেন না নিশীথ ও জগন্নাথ। কারণ, নিয়ম অনুযায়ী, বিধায়ক হিসাবে শপথ নিলে পরবর্তী দু’সপ্তাহের মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক।
তখন থেকেই জল্পনা শুরু হয় নিশীথ ও জগন্নাথ কোন পদে থাকবেন, সাংসদ না বিধায়ক?  রাজ্য বিজেপি-র এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘‘এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই দুই সাংসদকে তা জানিয়েও দেওয়া হয়েছে।’’ তবে কবে তাঁরা বিধায়ক পদ ছাড়বেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। নিয়ম অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে যে কোনও একটি পদ ছাড়তেই হবে ওই দুই সাংসদ তথা বিধায়ককে৷
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be
spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...