মুখ্যসচিবের মেয়াদ বাড়াতে চায় রাজ্য, দিল্লিতে চিঠি

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapon Banerjee) অবসর নেওয়ার কথা চলতি মাসের শেষেই। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বাড়াতে (extension) চাইছে নতুন রাজ্য সরকার। এজন্য দিল্লিতে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হচ্ছে৷ ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রথমবার ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষের কাজের মেয়াদও বাড়ানো হয়েছিল।

আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদবৃদ্ধির বিষয়ে রাজ্যের যুক্তি, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এখন প্রায় জরুরি পরিস্থিতি রাজ্যে। মুখ্যসচিব হিসেবে আলাপনবাবু প্রশাসনের শীর্ষ স্তরে দায়িত্ব পালন করছেন দক্ষতার সঙ্গে৷ তিনি ওই পদে থাকলে নানা সিদ্ধান্ত ও সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হবে।কেন্দ্রের অনুমতি মিললে আপাতত প্রথম দফায় ৩ মাস তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে পারে রাজ্য। সেই মর্মেই আবেদন জানানো হচ্ছে দিল্লির কাছে।

Previous article‘সাংসদ কোথায়?বাংলায় এতবার গেলেন, এখানে এলেন না কেন?’ উত্তর খুঁজছে বারাণসী
Next articleরাজ্যে বিজেপি’র বিধায়ক কমছে, সাংসদ-ই থাকবেন নিশীথ- জগন্নাথ