রাজ্যে বিজেপি’র বিধায়ক কমছে, সাংসদ-ই থাকবেন নিশীথ- জগন্নাথ

বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদেই থাকবেন বিজেপি’র নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এর ফলে রাজ্য বিধানসভায় বিজেপির (BJP) বিধায়ক সংখ্যা ৭৭ থেকে কমে ৭৫ হতে চলেছে৷
বিজেপি সূত্রের খবর, গত শনিবার দিল্লিতে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনার পরেই এই  সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব এমনই চেয়েছিলেন৷ কারন, এই মুহুর্তে সাংসদ (MP) পদে ইস্তফা দিলে ওই দুই আসনে বিজেপির জিতে আসা কার্যত অসম্ভব৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও লোকসভার দুই আসনে বিজেপির পরাজয় হলে বিজেপির অস্বস্তি বাড়বে৷ তার থেকে
সহজ বিধায়ক (MLA) পদে ইস্তফা দেওয়া৷ এতে দিল্লির দুশ্চিন্তা থাকবেনা মোদির পিছনে দুই সাংসদ কমে যাওয়ার৷
সেই কারনেই বিজেপির শীর্ষস্তরের নির্দেশ, নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার ( Nisith & Jagannath) এখনই ছেড়ে দেবেন যথাক্রমে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ। সোমবার কলকাতায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে এই বিষয়ে কেউ মুখ না খুললেও দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার চিন্তা  করেছে বিজেপি।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে লোকসভার ৪ সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। এই ৪ জনের  মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন। ওদিকে মাত্র ৫৯ ভোটের ব্যবধানে তৃণমূলের উদয়ন গুহকে হারিয়ে দিনহাটা থেকে বিধায়ক হয়েছেন নিশীথ। আর শান্তিপুরে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ১৫,৮৭৮ ভোটে জয়ী হয়েছেন৷  বিজেপি-র সব  বিধায়ক বিধানসভায় গিয়ে শপথ নিলেও সেই তালিকায় ছিলেন না নিশীথ ও জগন্নাথ। কারণ, নিয়ম অনুযায়ী, বিধায়ক হিসাবে শপথ নিলে পরবর্তী দু’সপ্তাহের মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া বাধ্যতামূলক।
তখন থেকেই জল্পনা শুরু হয় নিশীথ ও জগন্নাথ কোন পদে থাকবেন, সাংসদ না বিধায়ক?  রাজ্য বিজেপি-র এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘‘এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই দুই সাংসদকে তা জানিয়েও দেওয়া হয়েছে।’’ তবে কবে তাঁরা বিধায়ক পদ ছাড়বেন সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। নিয়ম অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে যে কোনও একটি পদ ছাড়তেই হবে ওই দুই সাংসদ তথা বিধায়ককে৷
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be
Previous articleমুখ্যসচিবের মেয়াদ বাড়াতে চায় রাজ্য, দিল্লিতে চিঠি
Next articleফের করোনায় আক্রান্ত মাইক হাসি