করোনা সংক্রমণ, অক্সিজেনের অভাব এবং ভ্যাকসিন (Vaccine) পাওয়া- সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর। এই সব পরিস্থিতির সমাধানে ‘কোভিড অ্যাপ’ (Covid App) চালু করল সরকার।

কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা ও তার পরবর্তী পদক্ষেপগুলিও জানা যাবে এই অ্যাপে। পাশাপাশি, টেলিমিডিসিন (Telemedicine) সংক্রান্ত চিকিৎসার তথ্য মিলবে।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গুগলের প্লে স্টোরে গিয়ে ‘COVID-19 ওয়েস্ট বেঙ্গল’ লিখে সার্চ করলেই পাওয়া যাবে এই অ্যাপ। মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেই করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। রোগ নির্ণয়ের জন্য কীভাবে পরীক্ষা করতে হবে, পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, সে বিষয়ে সব তথ্য রয়েছে অ্যাপে। আবার বাড়িতে থেকে করোনা চিকিৎসা চালাতে হবে কীভাবে, সেই গাইডলাইনও থাকবে এখানে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে কোভিড সংক্রান্ত নানা আপডেট মেলে। রাজ্যে সংক্রমণের হার থেকে কোন হাসপাতালের বেড সংখ্যা কত, অক্সিজেনের সরবরাহ পর্যান্ত কি না- এইসব প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। সেই সব তথ্যের পাশাপাশি আরও অনেক প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এবার নয়া অ্যাপ আনা হল।

আরও পড়ুন:পাহাড়ে জিটিএ-এর প্রশাসক পদে মনোনীত সুরেন্দ্র, রাজত্ব পেতে লড়তে হবে বিমল-বিনয়কে
