Tuesday, November 11, 2025

শিলিগুড়িতে বামফ্রন্টে ধস, প্রাক্তন ডেপুটি মেয়র-সহ একঝাঁক নেতার তৃণমূলে যোগদান

Date:

Share post:

ভোটে বামেদের ভরাডুবির দেড় সপ্তাহের মাথায় দল ছাড়লেন শিলিগুড়ির দুই বাম নেতা ও একাধিকবারের পুর কাউন্সিলর। দুজনেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সমতলের অফিসে প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও জেলা সভাপতি রঞ্জন সরকারের উপস্থিতিতে ওই দুজন যোগ দেন। তাঁরা হলেন, সিপিএমের ১০ নম্বর ওয়ার্ডের একাধিকবারের কাউন্সিলর কমল আগরওয়াল ও আরএসপি নেতা তথা শিলিগুড়ি পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহাতো। তৃণমূলের তরফে দুজনকেই স্বাগত জানানো হয়।

সম্প্রতি গৌতমবাবু ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভায় পরাজিত হয়েছেন। তার পরে তাঁকে শিলিগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান করেছে রাজ্য সরকার। সূত্রের খবর, গৌতমবাবুকে সামনে রেখে আগামী দিনে শিলিগুড়ি পুরসভা দখল করতে ছক কষেছে তৃণমূল। সেই প্রেক্ষাপটে বামেদের দুজন দীর্ঘদিনের কাউন্সিলরকে দলে টানাও রাজনৈতিক কৌশলেরই অঙ্গ। বিশেষত, ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগরওয়াল বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি অতীতে কমলবাবুর কাছেই হেরেছেন। সে দিক থেকে দেখলে কমলবাবু নবিজের ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দাঁড়ানো নিশ্চিত করে ফেলার চেষ্টা করলেন।

আরও পড়ুন-আতঙ্কে পালালো করোনায় মৃতের পরিবারের সদস্যরা, সৎকারের দায়িত্ব নিলেন তৃণমূল নেতা

রামভজনবাবু মহানন্দা লাগোয়া গুরুংবস্তি এলাকার বাসিন্দা। সেখানকার কাউন্সিলর ছিলেন। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ রাখছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি। রামভজনবাবুও আগামী দিনে তৃণমূলের বোর্ড গঠন হলে ফের ডেপুটি মেয়র হওয়ার দিকে এক পা এগিয়ে থাকলেন বলেও তাঁর একান্ত ঘনিষ্ঠদের কয়েকজনের দাবি। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার জানান, বামপন্থী আদর্শে বিশ্বাসী কেউ ভোটে হারের পরে দাল ছাড়েন না। তবে যাঁরা ক্ষমতার লোভে দল করেন, রাজনীতিতে থাকতে চান তাঁরা দল বদলাবদলি করে থাকেন। জীবেশবাবু জানান, আগামী দিনে শিলিগুড়ির মানুষই শেষ কথা বলবেন।

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...